অনুশীলনী

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - সংস্কৃত - দ্বিতীয় অধ্যায় | NCTB BOOK
83

১। শুদ্ধ উত্তরটির পাশে টিক (✔) চিহ্ন দাও:

ক) অদ্য + এব = অদ্যেব/ অদ্যৈব / অদ্য ইব / অদিব্য।
খ) সূর্য + উদয়ঃ = সূর্যোদয়ঃ / সূর্যাদয়ঃ / সূর্যেদয়ঃ / সূর্যোদয়ঃ।
গ) অতি + আচারঃ = অত্যাচার / অত্যাচারঃ / অত্যচারঃ / অত্যচার।
ঘ) তদ্‌ + জন্ম = তজ্জন্ম / তৎজন্ম / তজ্জন্ম / তজ্জান্ম।
ঙ) নিঃ + রোগঃ = নিরোগঃ / নীরোগঃ/ নিরোগ / নীরোগ।

২। শূন্যস্থান পূরণ কর:

গিরি + ______ = গিরীশঃ। _______+ আগতম্ = স্বাগতম্। মহা + ঋষিঃ = _______ । জন একঃ= _______। _______ উত্তরম্ = প্রশ্নোত্তরম্।

৩। সন্ধি কর:

মহা + অর্থঃ।
অচ্ + অন্তঃ।
অতঃ + এব।
অতি + আচারঃ।
নদ্যাঃ + তীরে।
সঃ + উবাচ।
নৌ + ইকঃ।
নিঃ + রবঃ।

8। সন্ধিবিচ্ছেদ কর:

নবান্নম্, প্রতীক্ষা, দেবেন্দ্রঃ, মতৈক্যম্, নদ্যম্বু, যাবজ্জীবেৎ, উলাসঃ, বাগীশঃ, কশ্চিৎ।

৫। সন্ধি কাকে বলে? সন্ধি কত প্রকার ও কি কি?
৬। স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধির পার্থক্য লেখ।

৭। সংস্কৃতে অনুবাদ কর:

(ক) শিশু রোদন করছে।
(খ) বিদ্যার আলয়।
(গ) লতার মত।
(ঘ) মহান ঋষি।
(ঙ) সেই ছবি।
(চ) কোনও এক।
(ছ) নদীর তীরে।
(জ) দেবী বললেন।

৮। বাংলায় অনুবাদ কর :

(ক) নাস্তি দোষঃ।
(খ) নমস্তস্যৈ
(গ) বায়ুর্বাতি।
(ঘ) শ্রম এব যজ্ঞঃ।
(ঙ) নীরোগো ভব।

Content added By

Read more

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...