১। শুদ্ধ উত্তরটির পাশে টিক (✔) চিহ্ন দাও:
ক) 'মুনি' শব্দের দ্বিতীয়ার বহুবচনের রূপ- মুনিন্ / মুনীন্ / মুনিনা / মুনয়ে।
খ) 'সখি' শব্দের পঞ্চমী বিভক্তির একবচনের রূপ- সখ্যা / সখ্যৈ / সখিনা / সখ্যুঃ।
গ) 'লতা' শব্দের তৃতীয়া বিভক্তির একবচনের রূপ- লতাভিঃ / লতায়ৈ / লতয়া / লতাসু।
ঘ) 'ফল' শব্দের সপ্তমী বিভক্তির বহুবচনের রূপ- ফলানাম্ / ফলেষু/ ফলেন / ফলাৎ।
ঙ) 'পাপ' শব্দের প্রথমা বিভক্তির বহুবচনের রূপ- পাপানি / পাপম্ / পাপানী / পাপিনা।
২। নির্দেশ অনুযায়ী নিচের শব্দগুলির রূপ লেখ:
ক) 'মুনি' শব্দের চতুর্থী বিভক্তির একবচনের রূপ।
খ) 'নরপতি' শব্দের পঞ্চমী বিভক্তির একবচনের রূপ।
গ) 'পতি' শব্দের তৃতীয়া বিভক্তির একবচনের রূপ।
ঘ) 'সখি' শব্দের চতুর্থী বিভক্তির একবচনের রূপ।
ঙ) 'লতা' শব্দের সপ্তমী বিভক্তির বহুবচনের রূপ।
চ) 'প্রভা' শব্দের তৃতীয়া বিভক্তির একবচনের রূপ।
ছ) 'নদী' শব্দের দ্বিতীয়া বিভক্তির বহুবচনের রূপ।
জ) 'ফল' শব্দের ষষ্ঠী বিভক্তির বহুবচনের রূপ।
ঝ) 'পুষ্প' শব্দের প্রথমা বিভক্তির বহুবচনের রূপ।
ঞ) 'তৃণ' শব্দের চতুর্থী বিভক্তির বহুবচনের রূপ।
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক) শব্দের সঙ্গে কয়টি বিভক্তি যুক্ত হয়?
খ) শব্দরূপ কাকে বলে?
গ) 'ভূপতি' শব্দের রূপ কোন্ শব্দের মত?
ঘ) 'বিদ্যা' শব্দের রূপ কোন্ শব্দের মত?
ঙ) 'ধী' শব্দের রূপ কোন্ শব্দের মত?
৪। প্রথমা থেকে চতুর্থী বিভক্তি পর্যন্ত নদী শব্দের রূপ লেখ।
৫। সংস্কৃতে অনুবাদ কর :
বালকের।
পতিকে।
দুটি নদী।
মুনিগণের।
লতার।
বালক থেকে।
লতার দ্বারা।
পদ্মগুলি।
৬। বাংলায় অনুবাদ কর:
বালকাৎ।
মুনেঃ।
কমলানি।
নদ্যঃ।
লতাসু।
দেব্যাঃ।
শ্রীঃ।
পত্যুঃ।
দুর্গায়ৈ।
সরস্বত্যাঃ।
৭। 'দুর্গা' শব্দের পূর্ণ রূপ লেখ।
৮। চতুর্থী থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত 'লতা' শব্দের রূপ লেখ।
৯। প্রথমা থেকে তৃতীয়া বিভক্তি পর্যন্ত 'অগ্নি' শব্দের রূপ লেখ।
১০। 'মুনি' শব্দের পূর্ণ রূপ লেখ।
১১। সকল বিভক্তি ও বচনে শব্দবিভক্তির আকৃতি লেখ।
Read more