১। সঠিক উত্তরটির পাশে টিক (✔) চিহ্ন দাও:
ক) স্পর্শবর্ণ বিশ / ত্রিশ/ পঁচিশ / বত্রিশটি।
খ) স্বরবর্ণগুলি বিভক্ত দুই/তিন/চার / পাঁচ ভাগে।
গ) শ্বাসবায়ুর প্রাধান্য থাকে অল্পপ্রাণ / মহাপ্রাণ / ঘোষ / উম্মবর্ণে।
ঘ) 'অ' তালব্য / দন্ত্য / ঔষ্ঠ্য / কণ্ঠ্য বর্ণ।
ঙ) 'য' মূর্ধন্য / তালব্য / দন্ত্য / ঔষ্ঠ্য বর্ণ।
২। অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ ও অঘোষবর্ণ নির্ণয় কর:
চ, ক, জ, ড, ট, ভ, শ, ত, হ।
৩। উচ্চারণস্থান অনুযায়ী নিচের বর্ণগুলির নাম লেখ:
ও, ছ, ক, অ, ং, ই, উ, ঐ।
৪। নিচের বর্ণগুলির উচ্চারণস্থান নির্ণয় কর:
চ, প, আ, য, ঔ, ণ, এ, ল, ঠ।
৫। স্বরবর্ণগুলির উচ্চারণস্থান নির্ণয় কর।
৬। বর্ণ কাকে বলে? বর্ণ কত প্রকার ও কি কি?
৭। সংস্কৃত বর্ণমালা কাকে বলে? সংস্কৃত বর্ণমালা কয়টি ও কি কি?
৮। স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মধ্যে পার্থক্য কি?
৯। হ্রষষর কাকে বলে? হ্রস্বম্বর কয়টি ও কি কি?
১০। দীর্ঘস্বর কাকে বলে? দীর্ঘস্বর কয়টি ও কি কি?
১১। স্পর্শবর্ণ কাকে বলে? স্পর্শবর্ণ কয়টি ও কি কি?
১২। বর্গ কাকে বলে? বর্গ কয়টি ও কি কি?
১৩। অল্পপ্রাণ ও মহাপ্রাণ বর্ণের পার্থক্য কি কি?
১৪। সংজ্ঞা লেখ ও উদাহরণ দাও:
অঘোষবর্ণ, ঘোষবর্ণ, উষ্মবর্ণ, অন্তঃস্থবর্ণ।
১৫। নিচের প্রশ্নগুলির উত্তর দাও :
ক) স্বরবর্ণের অন্য নাম কি?
খ) ব্যঞ্জনবর্ণের অন্য নাম কি?
গ) সংস্কৃতে কয়টি 'ব' আছে?
ঘ) স্বরতন্ত্রী কম্পিত হয় কোন বর্ণের উচ্চারণে?
ঙ) তালু থেকে উচ্চারিত বর্ণকে কি বলে?
চ) স্পর্শবর্ণের শেষ বর্ণ কোন্টি?
Read more