১। সঠিক উত্তরটির পাশে টিক (✔) চিহ্ন দাও:
ক) 'অত্র' শব্দের অর্থ যেখানে / সেখানে / সর্বত্র / এখানে।
খ) 'ধিক্' একটি বিস্ময়সূচক / নিন্দাসূচক / প্রশংসাসূচক / ভাববোধক অব্যয়।
গ) অব্যয় শব্দের অর্থ যার রূপান্তর নেই / রূপান্তর আছে / কিঞ্চিৎ রূপান্তর আছে / অর্ধেক রূপান্তর হয়।
ঘ) 'বিশ্বাসঘাতকম্' পদের অর্থ বিশ্বাসঘাতকের / বিশ্বাসঘাতকের দ্বারা / বিশ্বাসঘাতককে /বিশ্বাসঘাতকেরা।
ঙ) 'মা' শব্দের অর্থ হ্যাঁ/না / কখনো না/ সর্বদা।
২। শূন্যস্থান পূরণ কর:
ক) অদ্য অহং _______
খ) _____ ত্বম্ গমিষ্যসি?
গ) দিবা _____ ন গচ্ছ।
ঘ) ______ পুনঃ পুনঃ রোদিতি।
ঙ) পুরা একঃ রাজা _______
৩। নিম্নলিখিত অব্যয়গুলির সাহায্যে বাক্য রচনা কর:
কদা, বিনা, তত্র, পুরা, মা।
8। নিচের পদগুলির অর্থ লেখ:
দিবা, নিকষা, অদ্য, ইব, শীঘ্রম্।
৫। অব্যয় কাকে বলে? পাঁচটি অব্যয়পদের বাক্যে প্রয়োগ দেখাও।
৬। সংস্কৃতে অনুবাদ কর :
(ক) আজ আমি যাব।
(খ) তুমি কখন যাবে?
(গ) দিনের বেলা ঘুমিয়ো না।
(ঘ) গ্রামের নিকটে বিদ্যালয়।
(ঙ) পুত্রের সঙ্গে পিতা যাচ্ছেন।
৭। বাংলায় অনুবাদ কর:
(ক) দিবা নিদ্রাং ন গচ্ছ।
(খ) গ্রামং নিকষা নদী।
(গ) বালিকা পুনঃ পুনঃ রোদিতি।
(ঘ) প্রাতভ্রমণং কুরু।
(ঙ) মিথ্যাভাষণং পাপম্।
Read more