উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও

জনাব 'ক' প্রায় একমাস পর রাশিয়া থেকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে দেশে ফিরেন। শারীরিক দুর্বলতার জন্য ডাক্তারের পরামর্শে তিনি রক্ত পরীক্ষা করেন। পরীক্ষায় দেখা যায় তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন । সমাজে বিষয়টি জানাজানি হলে, তার প্রতিবেশী জনাব ‘খ' তাকে ও তার পরিবারকে অবজ্ঞার চোখে দেখে এবং অপছন্দ করে।  

 জনাব ‘খ' এর কাজটি কিসের শামিল?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার-আচরণ ও স্বভাব-চরিত্রের প্রকাশ পায় তাকে আখলাক বলে। আখলাক (7) আরবি শব্দ ‘খুলুকুন” ( 2 ) এর বহুবচন। যার অর্থ চরিত্র বা স্বভাব। মানব জীবনের ব্যক্তিগত, সামাজিক এবং আন্তর্জাতিক সকল দিকই আখলাকের অন্তর্ভুক্ত।

এ অধ্যায় শেষে আমরা-
■ সদাচরণের ধারণা, ধৈর্য, ভ্রাতৃত্ব, নারীর মর্যাদা, সমাজসেবা, দেশপ্রেম ও পরমতসহিষ্ণুতার গুরুত্ব ও তাৎপর্য ইসলামের দৃষ্টিতে বর্ণনা করতে পারব।
■ অসদাচরণের ধারণা, অহংকার, অশ্লীলতা, পরশ্রীকাতরতা, ঘৃণা, চৌর্যবৃত্তি, ঘুষ, সন্ত্রাস এগুলো পরিহারের গুরুত্ব ও প্রতিকারের উপায় ব্যাখ্যা করতে পারব।
■ এইচআইভি-এর ধারণা ও ইসলামের দৃষ্টিতে এইচআইভি এবং এইডস প্রতিরোধের উপায় বর্ণনা করতে পারব।

Content added || updated By
Promotion