- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | NCTB BOOK
  • নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য নির্দেশ জারি করতে পারে- হাইকোর্ট।
  • কোন ব্যক্তি বা গোষ্ঠীকে মৌলিক অধিকারের পরিপন্থী কাজ থেকে নিবৃত রাখতে পারে- হাইকোর্ট বিভাগ ।
  • অধস্তন কোনো আদালতের মামলায় সংবিধানের ব্যাখ্যাজনিত জটিলতা দেখা দিলে সেই মামলা হাইকোর্ট বিভাগে স্থানান্তর হয়।
  • অধস্তন আদালতের কার্যবিধি প্রণয়ন পরিচালনা করে হাইকোর্ট বিভাগ।
Content added By
সরাসরি রিভিশন দায়ের করতে পারে
অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করতে পারে
আপিল করতে পারে
অনুমতি সাপেক্ষে আপিল করতে পারে
বিচারপতি হাবিবা
বিচারপতি নাইমা
বিচারপতি রোকসানা
বিচারপতি সুলতানা
Promotion