Test Mode Reading Mode Right = 0 Wrong = 0

কৃষিশিক্ষা

All Question - (2680)

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও
তাসফি নদীর ধারের একটি জমিতে আলুর চাষ করে আসছিলেন । প্রথম দিকে তার জমি থেকে আশানুরূপ ফলন পেলেও বর্তমানে তার জমির ফলন কমে যাচ্ছে। তিনি এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করেন । কৃষি কর্মকর্তা তাকে জমির ঢালু অংশে ভালোভাবে আইল তৈরির পরামর্শ দেন ।

জমির উর্বরতা নিয়ন্ত্রণ
জমির ভূমিক্ষয় রোধ
ফসলের উৎপাদন বৃদ্ধি
মাটির গঠনের উন্নয়ন ।

নিচের উদ্দীপকটি পড়ে  প্রশ্নের উত্তর দাও
ফরিদা বেগম তার বাড়ির দক্ষিণ পাশের ১৫ শতকের একটি পুকুর মাছ চাষের জন্য প্রস্তুত করেন । তিনি তার পুকুরে উপযুক্ত মাত্রায় সার ও চুন প্রয়োগ করেন । পোনা ছাড়ার পর দেখা গেল অধিকাংশ পোনাই মারা গিয়েছে ।

নিচের উদ্দীপকটি পড়ে  প্রশ্নের উত্তর দাও
তাহের মিয়ার বাড়ি নেত্রকোনা জেলায় । আমন মৌসুমে ধানের বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে ১০-১৫ দিন পানির নিচে থাকায় আশানুরূপ ফলন পান না । আবার পাহাড়ি ঢলে প্রায় সময়ই পাকা বোরো ধান তলিয়ে যায় ।

কিরণ (বি আর ২২)
ব্রি ধান ৫১
ব্রি ধান ৪৫
ব্রি ধান ৩৬

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও
তাসফি মিয়া একজন পাট চাষি । তিনি এ বছর তার দুই খণ্ড জমিতে সিসি-৪৫ ও চিন সুরা গ্রিন জাতের পাটের চাষ করেন । তিনি সিসি-৪৫ জাতের পাট আষাঢ় মাসে ও চিন সুরা গ্রিন জাতের পাট ভাদ্র মাসে কাটেন । তিনি প্রতি খণ্ড থেকে ১৫০০ টি করে আঁটি পান । পাট জাগ দেওয়ার সময় তিনি ইউরিয়া সার ব্যবহার করেন ।

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও
তিয়া টেলিভিশনের একটি চ্যানেলে বনের উপর প্রামাণ্য চিত্র দেখছিল। এক পর্যায়ে সে দেখতে পেল ঐ বনের অধিকাংশ গাছের ফল গাছে থাকা অবস্থায়ই অঙ্কুরোদগম হচ্ছে এবং চারা গাছ গজানোর পর তা মাটিতে পড়ে কাদায় গেঁথে যাচ্ছে ।

নিচের উদ্দীপকটি পড়ে  প্রশ্নের উত্তর দাও
সিদলাই গ্রামের কৃষকগণ দীর্ঘদিন ধরে পানি সেচের অভাবে কাঙ্খিত ফসল উৎপাদন করতে পারছিলেন না । তাদের এ সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তা আলম সাহেবের সহযোগিতায় গড়ে তোলেন নব জাগরণ কৃষি সমবায় সমিতি । লাগসই ও পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সিদলাই গ্রামের কৃষকগণ আজ ঐ এলাকার আদর্শ স্বরূপ ।

অগভীর নলকূপ খনন
গভীর নলকূপ খনন
ভূ-উপরিস্থ জলাধার নির্মাণ
পাম্পের মাধ্যমে সেচের ব্যবস্থা

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও
মিলন মিয়া তার বাড়ির সামনের ৬০ শতকের ১.৫ মিটার গভীরতার পুকুরে মাছের চাষ করেন । বর্ষার শেষে তিনি পুকুরে গিয়ে লক্ষ করেন তার পুকুরের মাছগুলো ঘাটে পুতে রাখা বাঁশের সাথে গা ঘষছে । তিনি এ বিষয়ে মৎস্য কর্মকর্তার সাথে পরামর্শ করলে মৎস্য কর্মকর্তা তাকে কিছু পরামর্শ দেন ।

ক্ষত রোগ
লেজ পচা রোগ
মাছের উকুন রোগ
লাল ফুটকি রোগ
১.৫ কেজি
১.৮ কেজি
২.৫ কেজি
২.৮ কেজি
VOTE STATISTICS
OPTION 1 : 0
OPTION 2 : 0
OPTION 3 : 1
OPTION 4 : 0
দোআঁশ মাটিতে
বেলে দোআঁশ মাটিতে
পলি মাটিতে
দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে
মুলা, গম ও পাট
তামাক, মুগ ও তরমুজ
মরিচ, তামাক ও মুলা
তামাক, মুলা ও গম

নিচের উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর

তাসফি নদীর ধারের একটি জমিতে আলুর চাষ করে আসছিলেন । প্রথম দিকে তার জমি থেকে আশানুরূপ ফলন পেলেও বর্তমানে তার জমির ফলন কমে যাচ্ছে। তিনি এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করেন। কৃষি কর্মকর্তা তাকে জমির ঢালু অংশে ভালোভাবে আইল তৈরির পরামর্শ দেন ।

জমির উর্বরতা নিয়ন্ত্রণ
জমির ভূমিক্ষয় রোধ
ফসলের উৎপাদন বৃদ্ধি
মাটির গঠনের উন্নয়ন