Test Mode Reading Mode Right = 0 Wrong = 0

মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস

All Question - (181)

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

নিখিল রায় পাঁচ হাজার টাকা পণ দিয়ে বিমল রায়ের ১৩ বছর বয়সী মেয়েকে বিয়ে করেন। কয়েক বছর পরে তাদের একটি সন্তান হলো এবং গঙ্গাজল দিয়ে ধৌত করে নিয়ে আসল। নিখিল রায় ও তার সম্পত্তিতে তার স্ত্রীর কোনো অধিকার ছিল না। হঠাৎ নিখিল রায় মারা গেলে তার স্ত্রীকেও একই চিতায় পোড়ানো হয়।

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

কণিকা বড়ুয়া ও রহিমা খাতুন একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয় থেকে পঞম শ্রেণি পাস করে। কণিকা বড়ুয়া মাধ্যমিক স্কুলে ভর্তি হয়। কিন্তু রহিমা খাতুনের বাবা মেয়েদের মাধ্যমিক স্কুলে পড়াকে চরম অমর্যাদা মনে করেন। তাই রহিমার লেখাপড়া বন্ধ করে দিয়ে বিয়ে দেন। রহিমা বিয়ের পরে সাত সন্তানের মা হয়ে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ভেঙে পড়ে।