অনুজ্ঞা বলতে কী বোঝ? কোন কোন অর্থে অনুজ্ঞা পদের ব্যবহার হয় ?
অনুজ্ঞা বলতে কী বোঝ? কোন কোন অর্থে অনুজ্ঞা পদের ব্যবহার হয় ?
আপনি কি খুঁজছেন “বাংলা ব্যাকরণ পুরোনো সংস্করণ PDF”, Class 9-10 Bangla Grammar Old Syllabus, অথবা বাংলা ব্যাকরণ অনুশীলনী সমাধান?
তাহলে সঠিক জায়গায় এসেছেন!
SATT Academy–তে আপনি পাবেন বাংলা ভাষার ব্যাকরণের প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা, অনুশীলনীর সমাধান, PDF ডাউনলোড, এবং লাইভ কুইজ ও ভিডিও ব্যাখ্যা — সবকিছু একদম ফ্রি।
SATT Academy–এর মাধ্যমে বাংলা ভাষার ব্যাকরণ শেখা হোক সহজ, মজার আর ফলপ্রসূ!
ব্যাকরণ বোঝা মানেই ভাষার শক্তি অর্জন — আর এটাই ভবিষ্যতের ভিত।
📘 SATT Academy – ভাষা শেখায় গতি, ব্যাকরণে দেয় দৃঢ়তা।
বর্তমান কালের অনুজ্ঞার বিভক্তিসমূহ লেখ।
‘ভবিষ্যৎ অর্থে অনুজ্ঞা পদ মধ্যম পুরুষেই সীমাবদ্ধ।'-এ উক্তিটি বুঝিয়ে দাও ।
বাক্য গঠন কর
ক. অনুরোধ বর্তমান অনুজ্ঞা
খ. সম্ভাবনাময় ভবিষ্যৎ অনুজ্ঞা
গ. অভিশাপে বর্তমান অনুজ্ঞা
ঘ. উপদেশে বর্তমান অনুজ্ঞা ৷
কোন কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে, নিম্নলিখিত বাক্যগুলোর পাশে লেখ ৷
ক) ‘ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে।
খ) ‘তবে যদি দয়া কর, ক্ষমা করো মোর অপরাধ।
গ)রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে।
ঘ) খোদা তোমার হায়াত দরাজ করুন ।
(ঙ) সে জাহান্নামে যাক
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?