অনুপম তার বাবাকে বলে, বাবা কাল সোমবার ২১শে ফেব্রুয়ারি। তুমি আমার জন্য লাল ফিতা, গেঞ্জি ও বুট জুতা নিয়ে আসবে। বাবা বলে, তুমি কি জান এ দিবস কীভাবে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে? অনুপম বলেন, ভাষা আন্দোলনের ফলেই ২১শে ফেব্রুয়ারি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে। বাবা আক্ষেপের সাথে বলেন, এ দিবসের পিছনে লাল ফিতা, গেঞ্জি জড়িত নয়; বরং রক্ত। রক্ত আর রক্ত।
ভাষা আন্দোলনের ইতিহাস রক্তে রঞ্জিত বলেই মূলত অনুপমের বাবা রক্ত। রক্ত। রক্ত! বলে আক্ষেপ করেছিলেন।
২১শে ফেব্রুয়ারি আমাদের মাঝে বাঙালি জাতির রক্তের আন্দোলনের মাধ্যমেই এসেছে। বাঙালিরা তাদের রক্তকে রঞ্জিত করে রাজপথে নেমে আসে। বিনিময়ে তারা চায় মায়ের ভাষা 'বাংলা'কে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে। উদ্দীপকে অনুপম তার বাবাকে লাল ফিতা আর গেঞ্জি আনতে বলে, যা দিয়ে সে একুশে ফেব্রুয়ারি উদ্যাপন করবে। কিন্তু অনুপমের বাবা সেগুলোকে এড়িয়ে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, রক্ত! রক্ত আর রক্ত! অনুপমের বাবার এ আক্ষেপের কারণ আমাদের ভাষা আন্দোলনের রক্তরঞ্জিত ইতিহাস। পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য তীব্র আন্দোলন গড়ে তুললেও বাঙালিদের অদম্য সাহস ও তেজস্বিতার কাছে তারা হেরে যায়। এভাবে বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে বাঙালি ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন গড়ে তোলে এবং বুকের রক্ত দিয়ে মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠিত করে। তাই অনুপমের উক্তিতে বাবা আক্ষেপ করে তার হৃদয়ক্ষত ভাবাবেগ প্রকাশ করেন।
আপনি কি সপ্তম শ্রেণির “বাংলাদেশ ও বিশ্বপরিচয়” বইয়ের সহজ ব্যাখ্যা ও PDF খুঁজছেন? তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন – SATT Academy আপনাকে দিচ্ছে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, কুইজ, ভিডিও, এবং সরকারি PDF একসাথে!
🔗 বাংলাদেশ ও বিশ্বপরিচয় – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড
(অনলাইনে পড়ুন বা অফলাইনে সংরক্ষণ করুন)
SATT Academy–তে পড়ুন, অনুশীলন করুন, নিজেকে তৈরি করুন – সময় উপযোগী বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিক্ষা দিয়ে।
🎓 SATT Academy – শেখার নতুন পথ, ডিজিটাল বাংলাদেশে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?