আতিকুর রহমানের বসবাসের বাড়ির আয়তন ১ একর। তার বসতবাড়ির আঙিনায় একটি পুকুর, কিছু পরিমাণ উঁচু পতিত জমি রয়েছে। কিন্তু কোনো কৃষি জমি নেই। সন্তানদের লেখাপড়া ও সাংসারিক খরচ চালাতে তিনি সমস্যায় পড়েন। অতঃপর আতিকুর রহমান দুটি গাভী ও বিভিন্ন ধরনের বৃক্ষের চারা ক্রয় করে সেগুলো থেকে উৎপাদনের জন্য কার্যক্রম গ্রহণ করলেন।
আতিকুর রহমানের কোনো কৃষি জমি নেই। সম্পদ বলতে আছে তার বসতবাড়ির আঙ্গিনার পুকুর এবং কিছু পরিমাণ পতিত উঁচু জমি। সন্তানদের লেখাপড়া ও সংসারের খরচ মেটানোর জন্য তিনি দুটি গাভী ও বিভিন্ন ধরনের বৃক্ষের চারা ক্রয় করে উৎপাদনের কার্যক্রম গ্রহণ করেন। আতিকুর রহমানের এ কার্যক্রম বসতবাড়িতে কৃষি বনায়নের অন্তর্ভুক্ত। এ কার্যক্রমের আওতায় আতিকুর রহমান গরু দুটি থেকে যে দুধ পাবে তা বাজারে বিক্রি করতে পারবে। রোপিত্র গাছগুলো থেকে একদিকে সে যেমন তার পরিবারের চাহিদা পূরণ করতে পারবে, অন্যদিকে অতিরিক্ত সবজি, ফল বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবে। জ্বালানি কাঠ ও পশু খাদ্যের সংস্থানও তার বন থেকে করতে পারবে। মোটকথা সব ধরনের সমস্যা মোকাবেলায় তার উদ্যোটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?