বাংলার মানুষের কথা, দেশের কথা তাঁকে নিয়ত ভাবায়। তিনি পার হন কলেজের চৌকাঠ। আরো বড় হন তিনি। যুক্ত হন রাজনীতির সঙ্গে। গরিব মানুষের দুঃখ দূর করার জন্য আন্দোলন করেন। ১৯৭১ সালে ডাক দেন স্বাধীনতার। এই খোকা আমাদের বঙ্গবন্ধু।
'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম' প্রবন্ধে বর্ণিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক দেওয়ার সঙ্গে উদ্দীপকটি সম্পর্কিত।
বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের পেছনে যে মহান নেতার অবদান অনস্বীকার্য, তিনি হলেন শেখ মুজিবুর রহমান। যাঁর ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ নিজেদের মুক্ত করে পরাধীনতার শেকল থেকে, ছিনিয়ে আনে দেশের স্বাধীনতা।
উদ্দীপকে শেখ মুজিবুর রহমান এবং ১৯৭১ সালে তাঁর দেওয়া স্বাধীনতার ডাকের কথা বলা হয়েছে। যিনি সর্বদা ভেবেছেন বাংলার মানুষের কথা, দেশের কথা। দেশের মানুষের স্বাধীনতার জন্য যিনি আন্দোলন করেন। 'এবাবেরর সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' প্রবন্ধেও শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক দেওয়ার বর্ণনা রয়েছে। প্রকাশ পেয়েছে শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দেওয়ার কথা। এদিক থেকেই উদ্দীপকটি 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' রচনার সঙ্গে সম্পর্কিত।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?