আদিযুগে পরিবারের সদস্যরা সক্ষমতা ও সুবিধা অনুযায়ী পরিবারের কাজগুলো করতেন। সমাজ গঠনেও এই শ্রম বিভাজন ভূমিকা রেখেছিল। সুখে-দুঃখে, যেমন- প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, অসুখ-বিসুখ ইত্যাদি ক্ষেত্রেও মানুষের একে অপরের প্রতি সহমর্মিতা পরিলক্ষিত হয়।
মানুষের মধ্যে মানবিক গুণাবলি ও মূল্যবোধ মূলত উদ্দীপকে আলোচিত আদি কৃষিসমাজ থেকেই ধীরে ধীরে প্রতিষ্ঠা লাভ করেছে। মানুষ তার বুদ্ধি ও শ্রম দিয়ে কৃষিকে একটি প্রধান উৎপাদন ব্যবস্থা হিসেবে গড়ে তুলেছে। কৃষিকে উন্নত থেকে উন্নততর করেছে, কৃষির পরিধি ও পরিসর ক্রমাগত বাড়িয়ে তুলেছে। একইভাবে কৃষি উৎপাদন ব্যবস্থা মানুষের মধ্যে মানবিক গুণাবলি ও মূল্যবোধ প্রতিষ্ঠা করেছে। আদিযুগ থেকেই ফসল উৎপাদন, দুর্যোগ মোকাবিলা, বিভিন্ন ফসলের চাহিদার কারণে বিনিময়, বিপণন ইত্যাদি কাজ তাদের পক্ষে একা করা সম্ভব ছিল না। ঐকমত্যের ভিত্তিতে এ সকল কাজ সম্পাদন ও সমস্যার সমাধান করা হতো। এভাবেই সমাজের বিভিন্ন মানুষের সাহায্য-সহযোগিতার মাধ্যমে আচার-আচরণ ও মূল্যবোধের বিকাশ ঘটেছে। তাই বলা যায়, গুণাবলি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় আদি কৃষি সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।`
আপনি কি “কৃষিশিক্ষা সপ্তমশ্রেণি” বইয়ের প্রশ্ন–উত্তর, সহজ ব্যাখ্যা এবং PDF খুঁজছেন? তাহলে SATT Academy-তে স্বাগতম! এখানে পাবেন NCTB অনুমোদিত ২০২৫ সালের বইয়ের অধ্যায়ভিত্তিক কনটেন্ট যা সহজ ও ফলপ্রসূ শিক্ষার জন্য উপযোগী।
🔗 কৃষিশিক্ষা – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড (২০২৫)
(ডাউনলোড করুন অথবা অনলাইনে পড়ুন)
SATT Academy–তে আজই কৃষিশিক্ষা–এর অধ্যায়ভিত্তিক প্রশ্ন, সহজ ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ পড়াশোনা শুরু করুন।
🌱 SATT Academy – যেখানে শিক্ষা জীবনের সঙ্গে মিশে যায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?