নিম্নে ভোগ ও প্রান্তিক উপযোগের একটি তালিকা দেওয়া
হলো:
ভোগের একক | প্রান্তিক উপযোগ (MU) |
১ম | ৮০ |
২য় | ৬০ |
৩য় | ৪০ |
৪র্থ | ২০ |
৫ম | ০ |
৬ষ্ঠ | -২০ |
উদ্দীপকের আলোকে সম্পূর্ণকৃত তালিকা ('গ' নং) হতে নিচে রেখাচিত্র অঙ্কন করে প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হলো।
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে লক্ষ করা যায়, প্রথমে TU ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং MU শূন্য হলে TU সর্বোচ্চ হয়। পরবর্তীতে MU ঋণাত্মক হলে TU কমতে থাকে।

প্রদত্ত তালিকাটি (গ নং-এ) সম্পূর্ণ করে লক্ষ করা যায়, ১ম একক হতে মোট উপযোগ ৪০ একক, যা পাশের চিত্রে এ বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। একইভাবে ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ একক হতে মোট উপযোগ যথাক্রমে 140, 180, 200, 200 ও 180 একক। যা চিত্রে যথাক্রমে b, c, d, e ও। বিন্দু দ্বারা নির্দেশিত। এখন এই বিন্দুগুলো যোগ করে TU রেখা পাওয়া যায়। অনুরূপভাবে a,b1 c1 d1 ও e1 f1 বিন্দুগুলো যোগ করে MU রেখা পাওয়া যায়। উপরের চিত্রে লক্ষ করা যায়, ৪র্থ এককের পূর্ব পর্যন্ত TU ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে এবং MU কমতে থাকে। ৫ম এককে যখন MU শূন্য হয় তখন TU সর্বোচ্চ হয়। আবার, ৫ম এককের পরে যখন MU ঋণাত্মক হয়, তখন TU কমতে থাকে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?