আবদুল চাচা এই সময় বলে, এই বাড়ির কাচারিঘরে রাজার একটি ছবি রয়েছে, দেখবেন?
হ্যাঁ, অবশ্যই।
কাচারিঘরের দিকে এগোয় অমি। দেয়ালে একটা বিরাট তৈলচিত্র। একটু আগে যে আইসক্রিম'অলার সঙ্গে অমি কথা বলছিল হুবহু সেই চেহারা। শুধু ছবির লোকটার পরনে রাজকীয় পোশাক।
উদ্দীপকের দেয়ালের তৈলচিত্রের সঙ্গে 'তৈলচিত্রের ভূত' গল্পে বর্ণিত নগেনের মামার তৈলচিত্রের বিষয়টির সাদৃশ্য আছে।
একটি গল্প নানা বিষয় নিয়ে আবর্তিত হয়। তৈলচিত্র বা তেলরঙে আঁকা ছবিও অনেক গুরুত্ব বহন করে গল্পের আবহে। একটি তৈলচিত্রকে কেন্দ্র করে নির্মিত হতে পারে গল্প বা কবিতাও।
উদ্দীপকে একটি তৈলচিত্রের কথা বলা হয়েছে। তৈলচিত্রটি কাচারিঘরের দেয়ালে লাগানো রয়েছে। তৈলচিত্রটি রাজার। যার সঙ্গে অমি একটু আগে কথা বলেছে। তিনি হুবহু আইসক্রিমওয়ালার মতো। ছবিটি একটি ভৌতিক অবস্থা সৃষ্টি করেছে। অন্যদিকে 'তৈলচিত্রের ভূত' গল্পেও নগেনের মামার একটি তৈলচিত্রের কথা বলা হয়েছে। আর তৈলচিত্রটি ঝোলানো ছিল নগেনের দাদা মশায়ের আমলের লাইব্রেরির দেয়ালে। নগেনের মামার মৃত্যুর পর তৈলচিত্রটি রূপার ফ্রেমে বাঁধানো হয়েছিল। নগেনের মামার এই তৈলিচিত্রটিকে ঘিরেই আবর্তিত হয় গল্পের পরিধি। তাই বলা যায়, গল্পে বর্ণিত নগেনের মামার তৈলচিত্রের সঙ্গে উদ্দীপকের তৈলচিত্রের বিষয়টির সাদৃশ্য আছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?