রানার শিক্ষক পরিমাপ সম্পর্কে পড়াতে গিয়ে রানাকে আয়তন সম্পর্কে কিছু কথা বললেন। পড়ার টেবিলের ক্ষেত্রফল কিভাবে বের করবে তা করে দেখালেন। ।। তিনি তিনি রানাকে একটি পাথর দিয়ে তার আয়তন বের করতে বললেন।
উদ্দীপকের দ্বিতীয় বস্তুটি হলো পাথর যা একটি অসম আকৃতির বস্তু। তাই এর আয়তন স্কেলের সাহায্যে নির্ণয় করা যায় না। কিন্তু মাপ চোঙের সাহায্যে এর আয়তন সঠিকভাবে নির্ণয় করা যাবে।বর্ণনা:
১. প্রথমে সুতা দিয়ে শক্ত করে পাথরটিকে বেঁধে নিই।
২. তারপর একটি মাপচোঙে পানি ঢালি এবং পানির পাঠ খাতায় লিখি।
৩. এরপর পাথরটি মাপচোঙের পানিতে ডুবাই। এর ফলে পানি উপরে উঠে আসে। আবার পানির পাঠ খাতায় লিখি।
৪. দুটি পাঠের পার্থক্য হিসাব করে পাথরটির আয়তন নির্ণয় করি।
আপনি কি ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বই (২০২৫) এর সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, অথবা PDF খুঁজছেন?
SATT Academy–তে পাচ্ছেন অধ্যায়ভিত্তিক গাইড, MCQ, ব্যাখ্যা, ভিডিও ক্লাস ও Live Test — এক জায়গায়!
🔗 বিজ্ঞান – ষষ্ঠ শ্রেণি PDF (২০২৫)
(সরকারি ওয়েবসাইট থেকে পড়া ও ডাউনলোড করার জন্য লিংক)
SATT Academy–এর মাধ্যমে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বইটি সহজ ভাষায়, আধুনিক কনটেন্ট ও ইন্টার্যাক্টিভ পদ্ধতিতে শিখুন — পড়া হোক মজার ও ফলপ্রসূ!
🎓 SATT Academy – আপনার প্রযুক্তিনির্ভর পাঠসাথী।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?