নববধূ রিতা সন্ধ্যায় ছাদে হাঁটতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তার শাশুড়ি বলেন, বউমাকে ভূতে ধরেছে। শিগগির কবিরাজের কাছে নিতে হবে। মায়ের এমন কথা মানতে না পেরে ছেলে সাজু বলে, 'মা, তোমার ধারণা ভুল। রিতাকে ডাক্তারের কাছে নিতে হবে।'
উদ্দীপকের রিতার শাশুড়ির মানসিকতায় 'তৈলচিত্রের ভূত' গল্পের ভ্রান্ত ধারণার দিকটি প্রতিফলিত হয়েছে।
আমাদের চারপাশে অনেক সময় অনেক ধরনের ঘটনা ঘটে, যেগুলোর কারণ আমরা প্রথমে বুঝতে পারি না। আর এই বুঝতে না পারার কারণে তৈরি হয় অনেক ভ্রান্ত ধারণা। তাই সব ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্তে আসা উচিত।
উদ্দীপকে রিতার অজ্ঞান হওয়া নিয়ে তার শাশুড়ি ভ্রান্ত ধারণা পোষণ করেছেন। তিনি মনে করেছে রিতাকে ভূতে ধরেছে। 'তৈলচিত্রের ভূত' গল্পে নগেন তার মামার ছবিতে প্রণাম করতে গেলে ইলেকট্রিক শক খায়। কিন্তু সে মনে করে ছবির ভেতরে তার মামার আত্মা ভূত হয়ে আছে। এভাবে নগেনও ভ্রান্ত ধারণার শিকার হয়। তাই বলা যায়, উদ্দীপকের রিতার শাশুড়ির মানসিকতায় 'তৈলচিত্রের ভূত' গল্পের ভ্রান্ত ধারণার দিকটি প্রতিফলিত হয়েছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?