ধূমপানের কুফল সম্পর্কে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, ধূমপানের ফলে প্রতিবছর বাংলাদেশে প্রায় ৫৭ হাজার মানুষ মৃত্যুবরণ করে, আর ৩ লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করে। বিড়ি, সিগারেটের পিছনে ব্যয় হয় ১১ হাজার কোটি টাকা। এ ভয়াবহ অবস্থা থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য বাংলাদেশ জাতীয় সংসদ ২০০৫ সালে ধূমপান নিয়ন্ত্রণ আইন পাস করে।
উদ্দীপকে আইনের উৎস হিসেবে আইনসভার কথা বলা হয়েছে। আইনের উৎসের মধ্যে আইনসভা অন্যতম হলেও তা আইনের একমাত্র উৎস নয়।
আইনসভা ছাড়াও আইনের আরও অনেকগুলো উৎস রয়েছে। যেমন- প্রথা, আইনবিদদের গ্রন্থ, বিচারকের রায়, ন্যায়বোধ, প্রভৃতি।
প্রথা আইনের একটি গুরত্বপূর্ণ উৎস। প্রত্যেক সমাজে প্রচলিত অনেক রীতি-নীতি থাকে। রাষ্ট্র সংগঠনের সময় এসব প্রচলিত প্রথা স্বীকৃতি লাভ করে আইনের পরিণত হয়। বিচারকরা কোনো মামলার বিচারকাজ সম্পাদন করতে গিয়ে আইন সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তা সমাধানের জন্য আইনবিশারদদের বিজ্ঞানসম্মত গ্রন্থের সাহায্য নিয়ে এসব আইন ব্যাখ্যা করেন, যা পরবর্তীতে আইনে পরিণত হয়। আদালতে উত্থাপিত মামলার বিচার করার জন্য প্রচলিত আইন অস্পষ্ট হলে বিচারকরা তা ব্যাখ্যার মাধ্যমে সুস্পষ্ট করে উক্ত মামলার রায় দেন। পরবর্তীতে সেই রায় আইনে পরিণত হয়। পরবর্তীকালে বিচারকরা সেসব রায় অনুসরণ করে বিচার করেন। আদালতে এমন অনেক মামলা উত্থাপিত হয়, যা সমাধানের জন্য অনেক সময় কোনো আইন বিদ্যমান থাকে না। সে অবস্থায় বিচারকরা তাদের ন্যায়বোধ বা বিবেক দ্বারা উক্ত মামলার বিচার কাজ সম্পাদন করেন এবং তা পরবর্তীতে আইনে পরিণত হয়।
উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, আইনসভা আইনের একমাত্র উৎস নয়। আইনসভা ছাড়াও আইনের উপরোক্ত উৎসগুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ।
আপনি কি খুঁজছেন “পৌরনীতি ও নাগরিকতা নবম-দশম শ্রেণি PDF”, অথবা বোর্ড ভিত্তিক প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা?
তাহলে স্বাগতম SATT Academy–তে — যেখানে শেখা হয় সহজে, সঠিকভাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে।
এখানে আপনি পাবেন:
🔗 পৌরনীতি ও নাগরিকতা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি বই অনলাইনে পড়া ও ডাউনলোড করার জন্য এই লিংক ব্যবহার করুন)
✔️ ১০০% ফ্রি ও বিজ্ঞাপনমুক্ত শিক্ষা প্ল্যাটফর্ম
✔️ NCTB বই অনুসারে সাজানো নির্ভুল কনটেন্ট
✔️ ভিডিও, কুইজ, ব্যাখ্যাসহ ইন্টার্যাক্টিভ ফিচার
✔️ মোবাইল ও ডেস্কটপ–ফ্রেন্ডলি ডিজাইন
✔️ কমিউনিটি যাচাইকৃত ও নিয়মিত আপডেটকৃত তথ্য
SATT Academy–তে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ পৌরনীতি ও নাগরিকতা পড়ুন — বোর্ড পরীক্ষার জন্য নিখুঁত প্রস্তুতির সঙ্গে।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর জন্য মুক্ত, আধুনিক ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?