নিতু ভার দাদার কাছে গল্প শুনছিল। ১৯৪৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ছাত্র ছিলেন। সেই সময় থেকেই পশ্চিম পাকিস্তানিদের সাথে একটি বিষয় নিয়ে আমাদের ছাত্রদের বিরোধ বাধে। তারপর থেকে আমরা মিছিল, আন্দোলন করে এর প্রতিবাদ করি। এত কিছুর পর আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
উদ্দীপকে উল্লিখিত পশ্চিম পাকিস্তানিদের সাথে প্রথমে ভাষা নিয়ে বিরোধ বাধে যা গণআন্দোলনে পরিণত হয়।
১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠের বাংলা ভাষা উপেক্ষা করে পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দু ভাষার ওপর জোর দেয়। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, 'পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু।" এ পথ ধরেই উদ্দীপকে উল্লিখিত পশ্চিম পাকিস্তানিদের সাথে পূর্ব পাকিস্তানিদের প্রথম বিরোধ বাধে এবং পরবর্তীতে সেটি ভাষা আন্দোলনের রূপ পরিগ্রহ করে। সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা বাংলা হওয়ায় বাংলাদেশের শিক্ষাবিদ, সাহিত্যিক ও বুদ্ধিজীবী এবং অধিকাংশ রাজনৈতিক নেতা বাংলা ভাষার পক্ষে অবস্থান নেন এবং প্রতিবাদে ফেটে পড়েন। যার সফল সমাপ্তি ঘটে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছাত্রজনতার রক্তদানের মধ্য দিয়ে। পরবর্তীতে শাসকগোষ্ঠী ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়।
সুতরাং বলা যায়, পশ্চিম পাকিস্তানিদের সাথে প্রথম ভাষা নিয়ে বিরোধ বাধে যা পরবর্তীতে গণআন্দোলনে রূপ নেয় এবং বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদাদানের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে।
আপনি কি সপ্তম শ্রেণির “বাংলাদেশ ও বিশ্বপরিচয়” বইয়ের সহজ ব্যাখ্যা ও PDF খুঁজছেন? তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন – SATT Academy আপনাকে দিচ্ছে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, কুইজ, ভিডিও, এবং সরকারি PDF একসাথে!
🔗 বাংলাদেশ ও বিশ্বপরিচয় – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড
(অনলাইনে পড়ুন বা অফলাইনে সংরক্ষণ করুন)
SATT Academy–তে পড়ুন, অনুশীলন করুন, নিজেকে তৈরি করুন – সময় উপযোগী বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিক্ষা দিয়ে।
🎓 SATT Academy – শেখার নতুন পথ, ডিজিটাল বাংলাদেশে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?