শ্রাবণ ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে একজন আত্মবিশ্বাসী ছেলে। মুহতাদীন নিজের পড়া নিয়মিতভাবে পড়ে। নিজের কাজ নিজে করে। সবসময় ভালো ফলাফল করে। শিক্ষকগণও তাকে পছন্দ করেন। ফলে সে প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করে।
উদ্দীপকে শ্রাবণ একজন আত্মবিশ্বাসী ছেলে। তাই সে সফল, সে নিজের পড়া নিজে নিয়মিতভাবে তৈরি করে। নিজের কাজ নিজে করে, কখনো নিজের কাজ অন্যের জন্য ফেলে রাখে না। সময়মতো নিজের কাজ নিজে করার জন্য কখনো তার ওপর কাজের চাপ তৈরি হয় না। ফলে যেকোনো কাজ সে সহজে সময় নিয়ে সুন্দরভাবে তৈরি করতে পারে। শ্রেণির পড়া নিয়মিত তৈরি করার ফলে শিক্ষকগণও তাকে পছন্দ করেন। এতে তার ভেতরে আত্মবিশ্বাস জন্ম নেয়। এসব কারণের জন্য শ্রাবণ একজন সফল ছেলে।
আপনি কি ষষ্ঠ শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা বইয়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, বা PDF খুঁজছেন?
SATT Academy–তে পাবেন অধ্যায়ভিত্তিক গাইড, ভিডিও টিউটোরিয়াল, প্রশ্নব্যাংক এবং PDF ডাউনলোড সুবিধা — সব এক জায়গায়!
🔗 কর্ম ও জীবনমুখী শিক্ষা – ষষ্ঠ শ্রেণি PDF (২০২৫)
(সরকারি ওয়েবসাইট থেকে পড়া ও ডাউনলোড করার জন্য)
SATT Academy–এর মাধ্যমে কর্ম ও জীবনমুখী শিক্ষা সহজ ভাষায় ও আধুনিক পদ্ধতিতে শিখুন।
সফল ও সুসংগঠিত জীবনের জন্য আজই প্রস্তুতি নিন!
🎓 SATT Academy – আপনার কর্ম ও জীবনের সফল সঙ্গী।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?