জনাব মারুফা উন্নতমানের সুতা ক্রয় করে জামদানি শাড়ি তৈরি করেন। বয়স অনুযায়ী মানসম্মত শাড়ি তৈরি করার জন্য চারদিকে তার ব্যাপক সুনাম সৃষ্টি হয়েছে। তিনি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে দেশে জামদানি শাড়ি তৈরির মাধ্যমে মধ্যম আয়ের মানুষের কল্যাণে নিয়োজিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লিখিত উদ্দীপকে জনাব মারুফা জনমিতিক বাজার বিভক্তিকরণের বয়স চলকটি ব্যবহার করেছেন।
ক্রেতাদের পণ্যের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে জনসংখ্যাভিত্তিক বা জনমিতিক বাজার বিভক্তিকরণ বলা হয়। বয়স ও জীবনচক্র, স্তর, লিঙ্গ, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম, বর্ণ, প্রজন্ম, জাতীয়তা প্রভৃতি জনমিতিক বাজার বিভক্তিকরণের উল্লেখযোগ্য চলক বা বিবেচ্য বিষয়।
উদ্দীপকে জনাব মারুফা উন্নতমানের সুতা ক্রয় করে জামদানি শাড়ি তৈরি করেন। তিনি ক্রেতাদের বয়সকে বিবেচনা করে সে অনুযায়ী মানসম্মত শাড়ি তৈরি করেন। জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো বয়স। বয়স পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের চাহিদা, বুচিবোধ ও ক্রয় আচরণে পার্থক্য দেখা দেয়। জনাব মারুফা বিভিন্ন বয়সের ক্রেতাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের শাড়ি তৈরি করেন। অর্থাৎ জামদানি শাড়ি তৈরিতে তিনি ভোক্তাদের বয়সকে বিবেচনা করেন। সুতরাং জনাব মারুফা বাজারজাতকরণের চলক হিসেবে জনসংখ্যাভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ ব্যবহার করেছেন।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?