রহিম মিয়া তাঁর জমিতে বিভিন্ন প্রকার মাঠ ফসল ও উদ্যান ফসলের চাষ করেছেন। নতুন ধান উঠায় তাঁর পরিবারসহ সবাই নবান্ন উৎসবে মেতে উঠল।
উদ্দীপকে উল্লিখিত নবান্ন উৎসবের সাথে রহিম মিয়ার কৃষিকাজের - ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে।
হাড়ভাঙা খাটুনি, প্রাকৃতিক দুর্যোগের উৎকণ্ঠা, রোগবালাই ইত্যাদি অতিক্রম করে কৃষক যখন ধান কেটে আপন আঙ্গিনায় এনে জড়ো করে তখন শুরু হয় নবান্ন উৎসব। এ ধান মাড়াই করে শুকিয়ে মেয়েরা নতুন চালের পায়েস, পিঠা-পুলি তৈরি করে। বাড়ির কাজের ছেলেরা নতুন লুঙ্গি-গেঞ্জি পায়, আর কাজের মেয়েরা পায় শাড়ি, চুড়ি, লেস-ফিতা। বাড়িতে বসেই ফেরিওয়ালাদের কাছ থেকে কেনা হয় এসব। তবে উৎসবটি নির্ভর করে কোন এলাকায় কোন ফসল হচ্ছে তার ওপর। যদি বোরো ধান ঘরে আসে তাহলে বৈশাখে এ উৎসব হয়। যদি আমন ধান হয় তাহলে শারদীয় উৎসবের সঙ্গে মিলে যেতে পারে এ উৎসব। অর্থাৎ, এ উৎসব ধানের মৌসুমের ওপর নির্ভরশীল। তাই বলা যায়, নবান্ন উৎসব কৃষিকাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
আপনি কি “কৃষিশিক্ষা সপ্তমশ্রেণি” বইয়ের প্রশ্ন–উত্তর, সহজ ব্যাখ্যা এবং PDF খুঁজছেন? তাহলে SATT Academy-তে স্বাগতম! এখানে পাবেন NCTB অনুমোদিত ২০২৫ সালের বইয়ের অধ্যায়ভিত্তিক কনটেন্ট যা সহজ ও ফলপ্রসূ শিক্ষার জন্য উপযোগী।
🔗 কৃষিশিক্ষা – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড (২০২৫)
(ডাউনলোড করুন অথবা অনলাইনে পড়ুন)
SATT Academy–তে আজই কৃষিশিক্ষা–এর অধ্যায়ভিত্তিক প্রশ্ন, সহজ ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ পড়াশোনা শুরু করুন।
🌱 SATT Academy – যেখানে শিক্ষা জীবনের সঙ্গে মিশে যায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?