নিচের চিত্র দুটি লক্ষ কর-

কৃষি ক্ষেত্রে নার্সারির প্রয়োজনীয়তা নিচে লিখা হলো-
১. রোপণের জন্য স্পষ সময় নার্সারিতে সুস্থ, সবল ও সব বয়সের চারা পাওয়া যায়।
২. নার্সারিতে সহজেই চারার যত্ন নেওয়া যায়।
৩. গর্জন, শাল, তেলসুর প্রভৃতি গাছের বীজ গাছ থেকে ঝরার ২৪ ঘণ্টার মধ্যে রোপণ করতে হয়। এসব উদ্ভিদের চারা তৈরির জন্য নার্সারিই উত্তম স্থান। নার্সারিতে অল্প শ্রমে ও কম খরচে চারা তৈরি করা যায়। চারা বিপণন ও বিতরণে সুবিধা হয়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?