রান্নাঘরে চুলায় সমুচা ভাজার সময় তাড়াহুড়া করে তেলের কড়াই নামাতে গিয়ে গরম তেল পড়ে রিমার হাত পুড়ে যায়। মায়ের চিৎকার শুনে রিমার মেয়ে দৌড়ে রান্না ঘরে গেলে মেঝেতে রাখা বঁটি দিয়ে তার পা কেটে যায়। রিমার স্বামী তাদের প্রয়োজনীয়। প্রাথমিক চিকিৎসা দেন।
ক্যালরিবহুল খাদ্য রান্নার পদ্ধতিটি হলো ভাজা পদ্ধতি। ভাজা বলতে প্রায় ৩০০০ সে. তাপে তেলে, ডুবিয়ে খাবার রান্না করা বোঝায়। এ পদ্ধতিতে কম তেলে বা বেশি তেলে খাবার ভেজে রান্না করা হয়। ডুবো তেলে ভাজলে খাবার বাতাসের সংস্পর্শে কম আসে এবং তা দ্রুত ভাজা হয়। কোনো কোনো খাবার দীর্ঘসময় অল্প তাপে ডুবো তেলে ভেজে মচমচে করা হয়। যেমন- চিপস, সিঙ্গারা, পেয়াজি, নিমকি ইত্যাদি। এতে খাবারের ক্যালরির মাত্রা বেড়ে যায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?