পশ্চিমা শাসকগোষ্ঠীর অপশাসনে ড. গোলাম হোসেনের। পেশার ক্ষেত্রে বিভিন্ন জটিলতার সৃষ্টি হচ্ছিল। ঠিক তখনই ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি তাকে আশার আলো দেখায়। দৈনিক পত্রিকায় এর ধারাগুলো দেখে গোলাম হোসেন পূর্ব পাকিস্তানের জন্য ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত পান।
ড. গোলাম হোসেন দৈনিক পত্রিকায় যে ধারাগুলো পড়েছিলেন তা ছিল ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি সংশ্লিষ্ট ধারা এবং পূর্ব পাকিস্তানিদের ভবিষ্যৎ সম্ভাবনা উন্মোচনের হাতিয়ার। ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি পেশ করেন তার ধারাগুলোর স্বরূপ নিম্নরূপ-
১. ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্রীয় (পূর্ব ও পশ্চিম পাকিস্তান) ধরনের সংবিধান রচনা করতে হবে। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সকল প্রাপ্তবয়স্কের ভোটে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা গঠিত হবে।
২. শুধু দেশরক্ষা ও পররাষ্ট্র বিষয় থাকবে যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে। অবশিষ্ট সব বিষয়ে প্রদেশগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে।
৩. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি ভিন্ন ভিন্ন মুদ্রা চালু থাকবে। তবে দুই অংশেই তা সহজে ব্যবহার করা যাবে।
৪. আঞ্চলিক সরকারের সকল প্রকার ট্যাক্স ও খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা থাকবে। আদায় করা অর্থের একটি অংশ কেন্দ্রীয় সরকারের হাতে জমা হবে।
৫. প্রতি অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের হিসাব আলাদা করে রাখতে হবে।
৬. পূর্ব পাকিস্তানের জন্য আলাদা করে একটি আধা সামরিক বাহিনী গঠন করতে হবে।
সুতরাং গোলাম হোসেন পত্রিকায় প্রকাশিত ৬ দফা কর্মসূচির যে ধারাগুলো পড়েছিলেন তা ছিল পূর্ব পাকিস্তানের জন্য ভবিষ্যৎ সম্ভাবনা উন্মোচনের এক বলিষ্ঠ হাতিয়ার। প্রশ্নোক্ত এ উক্তিটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ।
আপনি কি সপ্তম শ্রেণির “বাংলাদেশ ও বিশ্বপরিচয়” বইয়ের সহজ ব্যাখ্যা ও PDF খুঁজছেন? তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন – SATT Academy আপনাকে দিচ্ছে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, কুইজ, ভিডিও, এবং সরকারি PDF একসাথে!
🔗 বাংলাদেশ ও বিশ্বপরিচয় – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড
(অনলাইনে পড়ুন বা অফলাইনে সংরক্ষণ করুন)
SATT Academy–তে পড়ুন, অনুশীলন করুন, নিজেকে তৈরি করুন – সময় উপযোগী বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিক্ষা দিয়ে।
🎓 SATT Academy – শেখার নতুন পথ, ডিজিটাল বাংলাদেশে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?