দীর্ঘদিন খাদ্য তালিকায় আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়। এ রোগ প্রতিরোধে আয়োডিনসমৃদ্ধ খাদ্য গ্রহণ এবং এর পরিপূরক ট্যাবলেট নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করতে হবে। এছাড়া খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ রাখতে হবে এবং আয়োডিনযুক্ত লবণ দিয়ে রান্না করতে হবে।
পুষ্টি একটি জৈবিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ার খাদ্যবস্তু পরিমাপের মাধ্যমে বিশ্লেয়িত হয়ে সরল শোষণযোগ্য উপাদানে পরিণত হয়। এ শোষিত উপাদানগুলো হচ্ছে সরল শর্করা। যেমন- গ্লুকোজ, অ্যামাইনো এসিড, স্নেহজ এসিড ইত্যাদি। এ পুষ্টি উপাদানগুলো কোষের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, তাপশক্তি উৎপাদন প্রভৃতি জৈবিক প্রক্রিয়া সম্পন্ন করে। তাই পুষ্টি উপাদানসমৃদ্ধ খাদ্য গ্রহণ করা প্রয়োজন।
বিভিন্ন ধরনের খনিজ লবণগুলো আমাদের খাদ্যের মধ্যে উপস্থিত থাকে, যা গ্রহণের পর আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগপ্রতিরোধে সহায়তা করে। লৌহ তেমনি একটি খনিজ লবণ। দীর্ঘদিন খাদ্য তালিকায় কলিজা, মাংস, ডিম, ডাল, শাকসবজি ইত্যাদি লৌহসমৃদ্ধ খাবার অনুপস্থিত থাকলে, ঘন ঘন সন্তান জন্ম দিলে
খাদ্যের মধ্যে উপস্থিত বিভিন্ন ধরনের ভিটামিনগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনে সহায়তা করে। এ ভিটামিনগুলোর অভাবে, আমাদের নানা ধরনের অপুষ্টিজনিত সমস্যা দেখা দেয়। যেমন- রিকেট একটি অপুষ্টিজনিত রোগ এবং ভিটামিন ডি-এর অভাবেই শিশুদের এ রোগ হয়ে থাকে।