চিত্রটি দেখ এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
চিত্রের সাথে সংশ্লিষ্ট আন্দোলনটি ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন বাঙালি জাতির জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
ভাষা আন্দোলনের কারণে, ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতিদানের মাধ্যমে ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে। অবশেষে বাঙালি জাতির বিজয় অর্জিত হয়। বাংলা এবং উর্দু দুই ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে।
ভাষার জন্য বাঙালির এ মহান আন্দোলনকে শ্রদ্ধা জানায় বিশ্ববাসী। ১৯৯৯ সালে আমাদের ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভকরে। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
এছাড়া সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার স্বীকৃতির ন্যায্য দাবি আদায়ে সফল হয়ে বাঙালির মনে জাতীয় চেতনা জোরদার হয়। বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাঙালির হাজার বছরের সংস্কৃতি নিয়ে গর্ব করার সাথে সাথে আত্মবিশ্বাস ফিরে পায় বাঙালিরা। সর্বোপরি ভাষা আন্দোলনের ফলে যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে, তা ক্রমান্বয়ে বিকশিত হয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
সুতরাং বলা যায়, ভাষা আন্দোলন বাঙালি জাতির জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
আপনি কি সপ্তম শ্রেণির “বাংলাদেশ ও বিশ্বপরিচয়” বইয়ের সহজ ব্যাখ্যা ও PDF খুঁজছেন? তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন – SATT Academy আপনাকে দিচ্ছে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, কুইজ, ভিডিও, এবং সরকারি PDF একসাথে!
🔗 বাংলাদেশ ও বিশ্বপরিচয় – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড
(অনলাইনে পড়ুন বা অফলাইনে সংরক্ষণ করুন)
SATT Academy–তে পড়ুন, অনুশীলন করুন, নিজেকে তৈরি করুন – সময় উপযোগী বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিক্ষা দিয়ে।
🎓 SATT Academy – শেখার নতুন পথ, ডিজিটাল বাংলাদেশে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?