নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
উদ্দীপকে একজন ডাক্তার এবং তাঁর রোগীর মধ্যে কথোপকথনের চিত্র দেখা যাচ্ছে। এখানে 'ক' চিহ্নিত ব্যক্তি একজন ডাক্তার। ডাক্তারি পেশা মেধাশ্রমের পেশা। এ পেশায় ডাস্তার তাঁর মেধাশ্রমকে ব্যবহার করে জীবিকা নির্বাহ করেন।
ডাক্তার রোগীর লক্ষণগুলো চিহ্নিত করে রোগ নির্ণয় করেছেন। তারপর রোগের জন্য নির্দিষ্ট ওষুধ দিয়েছেন। এই পুরো প্রক্রিয়ায় ডাক্তার কোনো শারীরিক পরিশ্রম করেন না, তিনি তাঁর মেধাকে কাজে লাগিয়েছেন। এজন্য ডাক্তারের পরিশ্রমকে মেধাশ্রম বলা হয়ে থাকে।
আপনি কি ষষ্ঠ শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা বইয়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, বা PDF খুঁজছেন?
SATT Academy–তে পাবেন অধ্যায়ভিত্তিক গাইড, ভিডিও টিউটোরিয়াল, প্রশ্নব্যাংক এবং PDF ডাউনলোড সুবিধা — সব এক জায়গায়!
🔗 কর্ম ও জীবনমুখী শিক্ষা – ষষ্ঠ শ্রেণি PDF (২০২৫)
(সরকারি ওয়েবসাইট থেকে পড়া ও ডাউনলোড করার জন্য)
SATT Academy–এর মাধ্যমে কর্ম ও জীবনমুখী শিক্ষা সহজ ভাষায় ও আধুনিক পদ্ধতিতে শিখুন।
সফল ও সুসংগঠিত জীবনের জন্য আজই প্রস্তুতি নিন!
🎓 SATT Academy – আপনার কর্ম ও জীবনের সফল সঙ্গী।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?