পল্লিকবি জসীমউদ্দীন রচিত একটি কিশোর গল্প 'জিদ'। গল্পটিতে তাঁতিদের অভাবের জীবন এবং অভাবের তাড়নায় সৃষ্ট জিদের কারণে তাঁতি ও তাঁতির বউয়ের জীবনের জটিলতা তুলে ধরা হয়েছে।
এক তাঁতি আর তার বউ বেশ সচ্ছল জীবনযাপন করছিল। এমন সময় শহরে বিদেশি কাপড়ের কল স্থাপিত হলে তাদের তৈরি তাঁতশিল্প হুমকির মুখে পতিত হয়। দামে সস্তা ও মানে ভালো হওয়ায় কেউ আর কলে তৈরি কাপড় ছেড়ে তাঁতিদের হাতে তৈরি কাপড় কিনতে রাজি হয় না। ফলে তাঁতিদের সংসারে দেখা দেয় অভাব। খেয়ে না-খেয়ে তাদের জীবন কাটে। এমন অভাবের সংসারে তাঁত বউ একদিন জিদ ধরে মাছ খাবে। হাট থেকে মাছ না আনলে সে আর সুতা কাটবে না। বউয়ের আবদারে বাধ্য হয়ে তাঁতি বাজার থেকে তিনটি মাছ কিনে আনে। তাঁত বউয়ের সেই রান্না করা মাছ কে দুটি খাবে আর কে একটি খাবে এই নিয়ে শুরু হয় তাঁতি আর তাঁত বউয়ের বচসা। অবশেষে মীমাংসা হয় যে তারা চুপ করে ঘুমিয়ে থাকবে, যে আগে কথা বলবে সে একটি মাছ খাবে।
তাঁতি আর তাঁত বউ দুইজনে এমন জিদ ধরল যে কেউ আর কোনো কথাই বলল না। বাড়ির বাইরেও বের হলো না। পাড়া-প্রতিবেশীরা মনে করল যে দুইজনেই মারা গেছে। তাদেরকে মৃত ভেবে গোরস্থানে দাফন করার জন্য নিয়ে যাওয়া হলো। কবরে তাদের দাফন করা হচ্ছে এমন সময় তাঁতি 'তুই দুইটা খা, আমি একটা খাব' বলে লাফ দিয়ে উঠল। যারা তাঁতি আর তাঁত বউকে কবর দিতে গিয়েছিল তারা তাঁতির কথা শুনে ভূত ভেবে দৌড়ে পালাল।
বাড়ি ফিরে তাঁতি আর তাঁত বউ খেতে বসল। কিন্তু অনাবশ্যক জিদ শুধু তাদেরকেই নয় বরং পাড়া-প্রতিবেশীরদেকেও জটিল সমস্যায় ফেলে দিয়েছিল। অনাবশ্যক জিদ যে মানুষের জীবনকে জটিল করে তোলে এই বিষয়টিই 'জিদ' গল্পের মূলভাব হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে।
আপনি কি খুঁজছেন “আনন্দপাঠ – সপ্তম শ্রেণি” বইয়ের ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর ও PDF ডাউনলোড সুবিধা?
তাহলে স্বাগতম SATT Academy–তে – যেখানে ক্লাস ৬-এর বাংলা সাহিত্যের আনন্দময় পাঠ এখন আরও সহজ এবং প্রযুক্তি-নির্ভর উপায়ে শেখা সম্ভব।
🔗 আনন্দপাঠ – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি সাইট থেকে সরাসরি পড়া বা ডাউনলোড করা যাবে)
SATT Academy–এর মাধ্যমে এখন আনন্দপাঠ বইটি পড়া সহজ, মনোমুগ্ধকর এবং পরীক্ষাভিত্তিক প্রস্তুতির জন্য কার্যকর।
শুরু করুন শেখার নতুন অধ্যায় – আনন্দের ছন্দে শিক্ষার পথে।
🎓 SATT Academy – শিক্ষার নতুন মানে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?