জিসান ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তার বিজ্ঞান শিক্ষক তাকে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজনীয়তার উপর একটি অ্যাসাইনমেন্ট করতে দিলেন। তার শিক্ষক তাকে এই পরীক্ষণের জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ সম্পর্কে প্রাথমিক ধারণাও দিলেন।
জিসান তার বিজ্ঞান শিক্ষকের দেওয়া 'ডান্ডদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজনীয়তা' শীর্ষক অ্যাসাইনমেন্ট নিচের পরীক্ষণ
পদ্ধতির ধাপসমূহ অনুসরণ করে করতে পারবে-
১. সমস্যা নির্ধারণ: ফুলগাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন?
২. জানা তথ্য সংগ্রহ: জিসান বই পড়ে, শিক্ষককে বা পিতা-মাতাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করল কেন চারাগাছ মারা যেতে পারে। জিসান জানতে পারল যে পানি না পেলে চারাগাছ মারা যেতে পারে।
৩. সম্ভাব্য ফলাফল: জানা তথ্য থেকে জিসান অনুমিত সিদ্ধান্ত নিল পানির অভাবে চারাগাছ মারা যায়।
৪. পরীক্ষণের পরিকল্পনা: এবার জিসান পরীক্ষণের পরিকল্পনা করল। একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, এ পরীক্ষার জন্য জিসানকে দুটি পাত্রে দুটি গাছ নিতে হবে। কেবল দুটি পাত্রের মধ্যে একটি বিষয়ে পার্থক্য রাখতে পারবে। অন্যসব কিছু সমান সমান রাখতে হবে। না হলে সে যেটি যাচাই করতে চায় তা করতে পারবে না।
৫. পরীক্ষণ: জিসান ছোট দুটি একই রকমের পাত্র নিয়ে পাত্র দুটির তলায় ছোট ছিদ্র করল। এবার শুকনা মাটি দিয়ে পাত্র দুটি ভরে নিল। এবার একই ধরনের দুটি চারাগাছ পাত্রে রোপণ করল। একটিতে পানি দিল আর একটি শুকনা রাখল। দুটি গাছকে ছায়ায় রেখে দিল। পরের দিন গাছ দুটিকে পর্যবেক্ষণ করল। সে দেখল
৬.উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ: দুটি পাত্রে একই ধরনের মাটি। ছিল। চারাগাছ দুটিকে পাত্রসহ একই জায়গায় রাখা হয়েছিল। তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি। একটিতে পানি দেওয়া হয়েছিল, আর একটিকে পানি দেওয়া হয়নি। এ থেকে সিদ্ধান্তে আসা যায় যে পানি না দেওয়ায় একটি চারা গাছ মারা গেছে।
৭.ফল প্রকাশ: জিসান পরীক্ষণের ফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করল।
আপনি কি ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বই (২০২৫) এর সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, অথবা PDF খুঁজছেন?
SATT Academy–তে পাচ্ছেন অধ্যায়ভিত্তিক গাইড, MCQ, ব্যাখ্যা, ভিডিও ক্লাস ও Live Test — এক জায়গায়!
🔗 বিজ্ঞান – ষষ্ঠ শ্রেণি PDF (২০২৫)
(সরকারি ওয়েবসাইট থেকে পড়া ও ডাউনলোড করার জন্য লিংক)
SATT Academy–এর মাধ্যমে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বইটি সহজ ভাষায়, আধুনিক কনটেন্ট ও ইন্টার্যাক্টিভ পদ্ধতিতে শিখুন — পড়া হোক মজার ও ফলপ্রসূ!
🎓 SATT Academy – আপনার প্রযুক্তিনির্ভর পাঠসাথী।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?