ঝুমুর পরবর্তী সময়ে ব্যবহার করার উদ্দেশ্যে শীতের কিছু সবজি কিনে আনল। কিন্তু ফ্রিজে সবজিগুলো তুলে রাখার আগে ফুটন্ত পানিতে অল্প কয়েক মিনিট সিদ্ধ করে নিল। খাবারের জন্য শাক রান্নার সময় ছোট ছোট টুকরা করে কেটে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে নিল। হাতের কিছু কাজ শেষ করে সবশেষে শাকগুলো রান্না করল।
খাদ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করার জন্য উদ্দীপকে উল্লিখিত ঝুমুর সবজিগুলো ফুটানো পানিতে সিদ্ধ করল। নানাবিধ প্রক্রিয়ায় খাদ্যকে জীবাণুমুক্ত করা, পরিপাক ও শোষণযোগ্য করা এবং ক্ষতিকর উপাদান থেকে রক্ষার জন্য খাদ্যকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রক্রিয়াজাতকরণ করা হয়। এর মূল উদ্দেশ্য হলো খাদ্যকে ব্যবহার উপযোগী করা, পুষ্টিমূল্য বৃদ্ধি করা, অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করা, এক মৌসুমের খাবার অন্য মৌসুমে ব্যবহারের জন্য সংরক্ষণ করা, নতুন ধরনের খাবার তৈরি করা হয়। এক্ষেত্রে প্রক্রিয়াজাতকরণের কিছু পদ্ধতি রয়েছে। সবজি প্রক্রিয়াজাতকরণের জন্য পরিপক্ক, তাজা, নিখুঁত ও উচ্চমানের সবজি সংগ্রহ করে পানিতে ধুয়ে পরিষ্কার করে সবজিতে লেগে থাকা ধুলাবালি, ময়লা, জীবাণু অপসারণ করে পছন্দমতো ও সুবিধামতো সমান আকারে কেটে ফুটন্ত পানিতে ৫-১০ মিনিট ফুটিয়ে ঠাণ্ডা করা হয়। এ প্রক্রিয়াকে Blanching বলে। এর ফলে খাবারে উপস্থিত enzyme ধ্বংস হয়, খাবারের গন্ধ দূর হয়। পরিশেষে বলা যায়, সংরক্ষণের উদ্দেশ্যে সবজি প্রক্রিয়াজাতকরণের জন্যই ঝুমুর সবজিগুলো ফুটানো পানিতে সিদ্ধ করেছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?