দরিদ্র কৃষক দবির মিয়া জন্ডিসে আক্রান্ত হলে ঝাড়-ফুঁকসহ নানা কবিরাজি চিকিৎসা নেয়। তার ধারণা এ রোগের জন্য ডাক্তারি কোনো ভালো চিকিৎসা নেই। দিনে দিনে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়লে তার কলেজপড়ুয়া ছেলে সুমন তাকে শহরে নিয়ে ডাক্তারি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে তোলে। বাবাকে উদ্দেশ করে সুমন বলে, "তুমি এখনও সেকেলেরই রয়ে গেলে।"
ডাক্তার নগেনকে তার নির্বুদ্ধিতার জন্য আস্ত গর্দভ বলেছিলেন।
আমাদের সমাজে সচরাচর স্থূলবুদ্ধির লোককেই গর্দভ বলা হয়। নগেনকে পরাশর ডাক্তারের গর্দভ বলার কারণ, নগেন তার মামার তৈলচিত্র ধরে ধাক্কা খাওয়ার কার্যকারণ অনুসন্ধান না করে তাকে কোনো অশরীরী আত্মার ধাক্কা বলে মনে করেছে। অথচ সেখানে ছবির সঙ্গে যে দুটি ইলেকট্রিক বাল্ব স্থাপন করা আছে, সেই তথ্য পরাশর ডাক্তারকে সে দেয়নি। এ কারণে ডাক্তার নগেনকে আস্ত গর্দভ বলেছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?