আদিযুগে পরিবারের সদস্যরা সক্ষমতা ও সুবিধা অনুযায়ী পরিবারের কাজগুলো করতেন। সমাজ গঠনেও এই শ্রম বিভাজন ভূমিকা রেখেছিল। সুখে-দুঃখে, যেমন- প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, অসুখ-বিসুখ ইত্যাদি ক্ষেত্রেও মানুষের একে অপরের প্রতি সহমর্মিতা পরিলক্ষিত হয়।
উদ্দীপকে প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, অসুখ-বিসুখ প্রভৃতি সমস্যার কথা বলা হয়েছে।
আদি কৃষি সমাজে সমস্যা ছিল প্রচুর। যেমন: প্রাকৃতিক দুর্যোগ, ফসল বিনষ্ট হওয়া, পারিবারিক ও সামাজিক সমস্যা ইত্যাদি। তখন পরিবারের নিরাপত্তা বিধান করতো সবাই মিলে এবং সমস্যাগুলোর সমাধান করা হতো ঐকমত্যের ভিত্তিতে। এমনকি গুরুতর পারিবারিক সমস্যাগুলোও সামাজিকভাবে সমাধান করা হতো। জীবনকে ক্রমাগত সহজ ও সুন্দর করাই ছিল, সবার সমবেত আকাঙ্ক্ষা। এছাড়া সমাজপ্রধানও নির্বাচিত হতেন সমাজের সবার ঐকমত্যের ভিত্তিতে। তিনি ঐতিহ্য ও প্রথা অনুযায়ী সমাজের কাজের সমন্বয় করতেন। বর্তমানকালের সমাজ ব্যবস্থাও উপরিউক্ত নানা সমস্যা দ্বারা আক্রান্ত। তাই আমি মনে করি, বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে আদি কৃষি সমাজ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে।-
আপনি কি “কৃষিশিক্ষা সপ্তমশ্রেণি” বইয়ের প্রশ্ন–উত্তর, সহজ ব্যাখ্যা এবং PDF খুঁজছেন? তাহলে SATT Academy-তে স্বাগতম! এখানে পাবেন NCTB অনুমোদিত ২০২৫ সালের বইয়ের অধ্যায়ভিত্তিক কনটেন্ট যা সহজ ও ফলপ্রসূ শিক্ষার জন্য উপযোগী।
🔗 কৃষিশিক্ষা – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড (২০২৫)
(ডাউনলোড করুন অথবা অনলাইনে পড়ুন)
SATT Academy–তে আজই কৃষিশিক্ষা–এর অধ্যায়ভিত্তিক প্রশ্ন, সহজ ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ পড়াশোনা শুরু করুন।
🌱 SATT Academy – যেখানে শিক্ষা জীবনের সঙ্গে মিশে যায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?