সংক্ষিপ্ত- প্রশ্নোত্তর সমাধান
আমার বিদ্যালয়ের দশটি কম্পিউটার এবং একটি প্রিন্টার
ব্যবহারের নেটওয়ার্ক তৈরির জন্য একটি টপোলজি তৈরি করতে হবে। যদি একটি নেটওয়ার্কে একটি প্রিন্টার থাকে তবে ঐ নেটওয়ার্কের সব অর্থাৎ দশটি কম্পিউটারই ঐ প্রিন্টার ব্যবহারে স্ব স্ব কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবে। অর্থাৎ একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হবে। এজন্য যে টপোলজি ব্যবহার করা সুবিধাজনক হবে তা হলো-Star টপোলজি। এই টপোলজিতে একটি কেন্দ্রীয় হাব থাকে যার সাথে দশটি কম্পিউটার এবং প্রিন্টারটি যুক্ত থাকবে। যখন কোন কম্পিউটার অন্য একটি কম্পিউটারকে ডেটা পাঠাবে তখন তা এই হাব এর মাধ্যমে পৌছাবে। তাই যেকোনো কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত ঐ প্রিন্টারে প্রিন্ট কমান্ড দিলে তা কেন্দ্রীয় হাব এর মাধ্যমে পৌঁছাবে এবং যেকোনো কম্পিউটার একটি প্রিন্টার ব্যবহার করে প্রিন্ট দিতে পারবে। এ সংগঠনে যদি কোন কম্পিউটার নষ্ট হয়ে যায় তবে বাকি নেটওয়ার্কে তার কোন প্রভাব পড়ে না। খুব সহজেই আক্রান্ত কম্পিউটারটি সরিয়ে নেওয়া যাবে। যদি প্রিন্টারটি নষ্ট হয় তাহলেও প্রিন্টারটি সরিয়ে নতুন একটি প্রিন্টার স্টার টপোলজি নেটওয়ার্ক-এ সংযুক্ত করা যাবে। তাই যদি এ রকম একটি নেটওয়ার্ক বিদ্যালয়ে তৈরি করা হয় তবে তা ছাত্রছাত্রী এবং শিক্ষক সকলের জন্যই অনেক উপকার হবে
তোমার বিদ্যালয়ের দশটি কম্পিউটার ও একটি প্রিন্টার ব্যবহারের নেটওয়ার্ক তৈরির জন্য একটি টপোলজি যুক্তিসহ সুপারিশ কর।
রাউটারের কাজ করার পদ্ধতি বর্ণনা কর।
অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা স্থানান্তরের প্রক্রিয়া বর্ণনা কর।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?