দীপা লক্ষ করল ইদানীং সে বাজার থেকে যে মাছ, মাংস ও সবজি কিনে আনে তা সংরক্ষণ করতে দেরি হলেও নষ্ট হয় না। এবং অনেকক্ষণ সতেজও থাকে। এতে দীপা বেশ খুশিই হয়। বিষয়টি নিয়ে সে স্বামীর সাথে আলাপ করলে তিনি বললেন এ ধরনের খাবার আমাদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। বিষয়টি দীপাকে উদ্বিগ্ন করে।
উদ্দীপকের ঘটনার আলোকে বলা যায়, দীপার স্বামীর এরূপ মন্তব্যে দীপার মধ্যে যে উদ্বিগ্নতা দেখা দেয় তা এক ধরনের সচেতনতা। কারণ আমরা সকলেই প্রত্যেক দিন বাজার থেকে কিছু না কিছু পণ্য ক্রয় করছি এবং বিভিন্নভাবে বিক্রেতা দ্বারা প্রতারিত হচ্ছি। কিছু কিছু বিক্রেতা এমন অনেক পণ্য বাজারে বিক্রয় করছে যা মানুষের জীবনের প্রতি হুমকিস্বরূপ। যেমন- কাঁচা মাছ, পাকা ফল সতেজ রাখার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। মুড়ি আরও সাদা এবং আকারে বড় করার জন্য ব্যবহার করা হয় ইউরিয়া সার। ওজন বাড়ানোর জন্য চাল, ডাল, মসলা ও অন্যান্য খাদ্যদ্রব্যে ইট, বালু, কাঠের গুঁড়া ও পাথরের মতো অখাদ্য উপাদান মিশ্রিত করা হয়। এছাড়া খাদ্যবস্তুর বাহ্যিক আকর্ষণ বাড়ানোর জন্য নানা ধরনের ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয়। ভেজাল মিশ্রিত খাদ্য হচ্ছে এক ধরনের Slow poison. কেননা প্রতিদিন আমরা নিজের অজান্তে বিভিন্ন ধরনের ভেজাল মিশ্রিত খাবার গ্রহণ করছি। যা আমাদের শরীরে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে। এর ফলে বেড়ে যাচ্ছে নতুন নতুন রোগ ও আক্রান্তের সংখ্যা, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তাই উদ্দীপকের দীপার স্বামীর এরূপ বক্তব্যকে আমি যথার্থ মনে করি।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?