দৃশ্যকল্প-১: মন্টি মানচিত্রের সাহায্যে এশিয়ার পাহাড়, পর্বত, মালভূমি ও সমভূমি সম্পর্কে জানতে পারল।
দৃশ্যকল্প-২: মন্টি দেখল কিছু মানচিত্রে বিভিন্ন দেশ ও রাষ্ট্রের সীমানা, ঐতিহাসিক স্থান দেখানো হয়েছে।
দৃশ্যকল্প-২ এ মন্টির দেখা মানচিত্র ছিল সাংস্কৃতিক মানচিত্র (Cultural map)। এ ধরনের মানচিত্রে ভূপৃষ্ঠের প্রাকৃতিক উপাদানসমূহ দেখানো হয় না, বরং মনুষ্যসৃষ্ট উপাদান (man made elements) দেখানো হয়।
সাংস্কৃতিক মানচিত্রকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন-
1 রাজনৈতিক মানচিত্র: বিভিন্ন দেশ বা রাষ্ট্রের সীমানা দেখিয়ে এই মানচিত্র তৈরি করা হয়। এর মধ্যে কোনো দেশ বা রাষ্ট্রের রাজধানী ও গুরুত্বপূর্ণ শহরও দেখানো হয়।
ii. বণ্টন মানচিত্র: যেসব মানচিত্রে কোনো একটি অঞ্চল বা দেশের জনসংখ্যা, শস্য, জীবজন্তু, শিল্প ইত্যাদির বণ্টন দেখানো হয় তাকে বণ্টন মানচিত্র (distribution map) বলে।
iii. ঐতিহাসিক মানচিত্র : ঐতিহাসিক কোনো স্থান বা নিদর্শন
(যেমন- মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টর) দেখানোর জন্য যেসব মানচিত্র তৈরি করা হয় সেগুলোকে ঐতিহাসিক মানচিত্র বলে।
iv. সামাজিক মানচিত্র: পৃথিবীর বিভিন্ন দেশের সমাজ ব্যবস্থার
(যেমন- যৌতুক প্রথার প্রসার) উপর ভিত্তি করে এই মানচিত্রগুলো তৈরি করা হয়। যারা সামাজিক প্রথা ও বৈষম্য নিয়ে গবেষণা করেন তারা এই মানচিত্র ব্যবহার করেন।
v. ভূমি ব্যবহার মানচিত্র: কোন ভূমি কী কাজে ব্যবহৃত হচ্ছে
(landuse) তার উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে ভূমি ব্যবহার (landuse map) মানচিত্র বলে।
আপনি কি খুঁজছেন “ভূগোল ও পরিবেশ নবম-দশম শ্রেণি PDF”, অথবা বোর্ড পরীক্ষার জন্য অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা?
তাহলে SATT Academy–তে আপনাকে স্বাগতম!
এখানে আপনি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে ভূগোল ও পরিবেশ বইয়ের অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, CQ/MCQ প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট, এবং সরকারি PDF ডাউনলোড সুবিধা।
🔗 ভূগোল ও পরিবেশ PDF ডাউনলোড করুন
(সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি বই ডাউনলোড বা অনলাইনে পড়া যাবে)
✔️ ১০০% ফ্রি ও বিজ্ঞাপনহীন পাঠাভিজ্ঞতা
✔️ NCTB বই অনুযায়ী স্মার্ট ও সাজানো কনটেন্ট
✔️ লাইভ টেস্ট, ইন্টার্যাক্টিভ ভিডিও, মানচিত্রসহ উপস্থাপন
✔️ কমিউনিটি যাচাইকৃত ব্যাখ্যা ও প্রশ্নব্যাংক
✔️ মোবাইল ও ডেস্কটপ–ফ্রেন্ডলি ডিজাইন
আজ থেকেই SATT Academy–তে অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট এবং PDF সহ ভূগোল ও পরিবেশ–এর সম্পূর্ণ প্রস্তুতি নিতে শুরু করুন।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর আধুনিক, সহজ ও নির্ভরযোগ্য শিক্ষার ঠিকানা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?