রাবেয়া খাতুনের পরিবারে প্রতিদিনের মেনুর পূর্ব পরিকল্পনার তেমন একটা রেওয়াজ নেই। বাড়তি ঝামেলার কথা চিন্তা করে শাকসবজি তেমন একটা রান্না করা হয় না। প্রতিবেলাতেই শুধু মাছ, মাংস, ডিম ইত্যাদি রান্না করা হয়। সম্প্রতি তার পরিবারে নতুন অতিথির আগমনের কথা শুনে পুত্রবধূ নাঈমার জন্য ডাক্তারের পরামর্শে বিশেষ একটি খাদ্য তালিকা করে দিলেন।
উদ্দীপকে উল্লিখিত নাঈমা একজন গর্ভবতী মহিলা। সাধারণত একজন গর্ভবতী মায়ের স্বাভাবিকের তুলনায় একটু বেশি পুষ্টির প্রয়োজন হয়। কারণ একটা শিশুর জীবনের সুস্থ ভবিষ্যতের ভিত রচনার অন্যতম সময় হচ্ছে মাতৃগর্ভের ২৭০ দিন। এসময় শিশু তার সার্বিক বর্ধনের জন্য মায়ের পুষ্টির ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকে। মায়ের শারীরিক অবস্থা শিশুর পুষ্টিগত অবস্থাকে সরাসরি প্রভাবিত করে থাকে। শিশু মায়ের গর্ভে অবস্থানকালে মা খাদ্য গ্রহণের ফলে যে পুষ্টি অর্জন করেন। সেই পুষ্টি শিশুর দেহে স্থানান্তরিত হয়। তাই গর্ভবতী মায়ের যথাযথ পুষ্টি সাধনের ফলে শিশুর পুষ্টি নিশ্চিত হয়। যেহেতু শিশু মায়ের কাছ থেকে পুষ্টি লাভ করে তাই গর্ভাবস্থায় মায়ের পুষ্টি চাহিদা বৃদ্ধি পায়। গর্ভাবস্থায় মায়ের শক্তি চাহিদা বাড়ে, সেই সাথে অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদাও বেড়ে যায়। এসময় গর্ভবতী মাকে সব ধরনের খাবার একটু বেশি করে খেতে হয়। তাই নাঈমার জন্য আলাদা খাদ্য পরিকল্পনা প্রয়োজন।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?