Academy

দীপা লক্ষ করল ইদানীং সে বাজার থেকে যে মাছ, মাংস ও সবজি কিনে আনে তা সংরক্ষণ করতে দেরি হলেও নষ্ট হয় না। এবং অনেকক্ষণ সতেজও থাকে। এতে দীপা বেশ খুশিই হয়। বিষয়টি নিয়ে সে স্বামীর সাথে আলাপ করলে তিনি বললেন এ ধরনের খাবার আমাদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। বিষয়টি দীপাকে উদ্বিগ্ন করে।

Created: 4 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago
Ans :

পিকনিকে কিংবা ভ্রমণে অনানুষ্ঠানিক খাদ্য পরিবেশন পদ্ধতি ব্যবহার করা হয়।

4 months ago

গার্হস্থ্য বিজ্ঞান

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View More

মৌসুম মানুষের খাদ্য গ্রহণ ও চাহিদার ওপর প্রভাব বিস্তার করে। যেমন- শীতপ্রধান অঞ্চলে মানুষের তাপশক্তি বজায় রাখার জন্য অতিরিক্ত শক্তির দরকার হয়। অপরদিকে গ্রীষ্মপ্রধান দেশে তুলনামূলকভাবে কম খাদ্যশক্তি দেওয়া যেতে পারে। এজন্য শীতপ্রধান দেশে মাখন, তৈল, ডিম, কফি, কোকো ইত্যাদি খাদ্য গ্রহণের প্রবণতা লক্ষ করা যায়। এছাড়া ঋতুভেদে বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল আমাদের দেশে সহজলভ্য থাকে। যা মানুষের খাদ্যের চাহিদার ওপর প্রভাব ফেলে।

যে ঋতুতে যে শাকসবজি ও ফলমূল পাওয়া যায় সেগুলোই হলো মৌসুমি শাকসবজি। এ মৌসুমি শাকসবজি ও ফলমূল দামে সস্তা, পুষ্টি উপাদানবহুল এবং স্বাদে-গন্ধেও এগুলোতে স্বকীয়তা থাকে। তাই যে ঋতুতে যে শাকসবজি ও ফলমূল পাওয়া যায় সেটিই তখনকার খাদ্য তালিকায় রাখা একান্ত বাঞ্ছনীয়।

রান্না করাকে সহজ ও দ্রুত করার জন্য মানুষ নানারকম প্রক্রিয়া বা রন্ধন কৌশল ব্যবহার করে। এর মধ্যে একটি হলো বেকিং পদ্ধতি। এ পদ্ধতিতে ওভেন এবং বড় চুলায় (তন্দুর) বিভিন্ন খাদ্য সামগ্রীর উপরে, নিচে এবং চারদিকে সমানভাবে তাপ-প্রয়োগ করা হয়। পাউরুটি, নানরুটি, কেক, বিস্কুট, মাছ, মুরগি ওভেনে সম্পূর্ণরূপ বেক করে রান্না করা যায়। ওভেনে খাদ্য সামগ্রী অনুযায়ী তাপমাত্রা ও সময় নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে।

সাধারণভাবে বাড়ির খোলা জায়গায়/লনে, বারান্দায়, ড্রইংরুমে ইত্যাদি একাধিক স্থানে একই সময়ে কয়েকটি টেবিলে একই ধরনের খাবার এবং খাবার গ্রহণের প্লেট, গ্লাস, চামচ, কাপ ও আনুষঙ্গিক দ্রব্যাদি টেবিলে সাজিয়ে রেখে খাবার পরিবেশনের এ পদ্ধতিকেই বুফে পরিবেশন পদ্ধতি বলা হয়। এ পরিবেশন পদ্ধতিতে টেবিলের চার পাশে একইভাবে খাবারগুলো সাজানো থাকে বলে অতিথিরা প্রত্যেক প্রকার খাবার উপভোগ করতে পারেন

খাদ্য পরিবেশন হলো সুনির্দিষ্ট কৌশলে প্রস্তুতকৃত খাদ্য গ্রহণের জন্য উপস্থাপন করা। এটি খাবারের স্বাদ, আকার এবং সৌন্দর্যকে বাড়িয়ে তোলে, যা খাদ্য গ্রহণের আনন্দ এবং অতিথি আপ্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

বাজারে অনেক সময়ে ভেজাল ও পচা খাদ্য পাওয়া যায়, যা স্বাস্থ্যসম্মত নয়। প্রথমত, তাজা ও উন্নত মানের খাদ্য বাছাই করা উচিত। বাসি বা পচা খাদ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এবং তা শরীরে নানা রোগ সৃষ্টি করতে পারে। তাই খাদ্য ক্রয়ের সময় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...