প্রতিচ্ছবি-১: সুমন 'A' নামক রাষ্ট্রে বাস করে। কর্মে নিযুক্ত নয় বলে রাষ্ট্রটি সুমনকে বেকার ভাতা প্রদান করে। অন্যান্য নাগরিকদের জন্যও রাষ্ট্রটি বিনা খরচে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে।
প্রতিচ্ছবি-২: 'B' নামক রাষ্ট্রে বাস করে রিজওয়ান। এখানে রাষ্ট্রপ্রধানের ছেলে বা মেয়ে পরবর্তীতে রাষ্ট্রপ্রধান হন।
প্রতিচ্ছবি-১ জনকল্যাণের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থা তথা কল্যাণমূলক রাষ্ট্রকে নির্দেশ করছে।
যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণের জন্য কল্যাণমূলক কাজ করে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। এ ধরনের রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য কর্মের সুযোগ সৃষ্টি করে। বেকার ভাতা প্রদান করে, বিনা খরচে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে।
উদ্দীপকের প্রতিচ্ছবি-১ এ দেখা যায়, সুমন 'A' নামক রাষ্ট্রে বাস করে।
কর্মে নিযুক্ত নয় বলে রাষ্ট্রটি সুমনকে বেকার ভাতা প্রদান করে। অন্যান্য নাগরিকদের জন্যও রাষ্ট্রটি বিনা খরচে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে। এসব বিষয় কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থাকেই নির্দেশ করে। কল্যাণমূলক রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি সমাজের মঙ্গলের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করে। রাস্তাঘাট, সরাইখানা, খাদ্য ভর্তুকি প্রদান ও কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং বেকার ভাতা, অবসরকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রদান করে। স্বচ্ছলদের ওপর কর ধার্য করে দরিদ্র ও দুস্থদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করে। কল্যাণমূলক রাষ্ট্র কৃষক, শ্রমিক ও মজুরদের স্বার্থরক্ষার জন্য ন্যূনতম মজুরির ব্যবস্থা করে তাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করে। এছাড়াও সমবায় সমিতি গঠন ও শ্রমিক কল্যাণ সমিতি গঠন করে কৃষক, শ্রমিক ও -মজুরদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করে।
আপনি কি খুঁজছেন “পৌরনীতি ও নাগরিকতা নবম-দশম শ্রেণি PDF”, অথবা বোর্ড ভিত্তিক প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা?
তাহলে স্বাগতম SATT Academy–তে — যেখানে শেখা হয় সহজে, সঠিকভাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে।
এখানে আপনি পাবেন:
🔗 পৌরনীতি ও নাগরিকতা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি বই অনলাইনে পড়া ও ডাউনলোড করার জন্য এই লিংক ব্যবহার করুন)
✔️ ১০০% ফ্রি ও বিজ্ঞাপনমুক্ত শিক্ষা প্ল্যাটফর্ম
✔️ NCTB বই অনুসারে সাজানো নির্ভুল কনটেন্ট
✔️ ভিডিও, কুইজ, ব্যাখ্যাসহ ইন্টার্যাক্টিভ ফিচার
✔️ মোবাইল ও ডেস্কটপ–ফ্রেন্ডলি ডিজাইন
✔️ কমিউনিটি যাচাইকৃত ও নিয়মিত আপডেটকৃত তথ্য
SATT Academy–তে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ পৌরনীতি ও নাগরিকতা পড়ুন — বোর্ড পরীক্ষার জন্য নিখুঁত প্রস্তুতির সঙ্গে।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর জন্য মুক্ত, আধুনিক ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।
উত্তরাধিকার সূত্রে গঠিত সরকারব্যবস্থার নাম কী ?
(জ্ঞানমূলক)পুঁজিবাদী রাষ্ট্র কী? ব্যাখ্যা কর ।
(অনুধাবন)‘ক’ রাষ্ট্রের সরকারব্যবস্থা কোন ধরনের? ব্যাখ্যা কর ।
(প্রয়োগ)‘খ’ রাষ্ট্রের সরকারব্যবস্থায় জনমতের প্রাধান্য লক্ষ করা যায় -উক্তিটির পক্ষে যুক্তি প্রদর্শন কর ।
(উচ্চতর দক্ষতা)এক দলের শাসন কায়েম হয় কোন রাষ্ট্রব্যবস্থায় ?
(জ্ঞানমূলক)উত্তরাধিকারের ভিত্তিতে গঠিত রাষ্ট্রব্যবস্থাটি ব্যাখ্যা কর ।
(অনুধাবন)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?