জায়েদ ও নয়ন সহপাঠী। জায়েদ আল্লাহ, রাসুল, ফেরেশতা, আখিরাত, তাকদির, পুনরুত্থান ইত্যাদি বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে। সে তার বিশ্বাস অনুসারে আমল করতে যথাসম্ভব চেষ্টা করে। অন্যদিকে নয়ন জায়েদের সাথে থাকাকালীন সালাত আদায় করে; ইমানদারসুলভ আচরণ করে। কিন্তু তার ভিন্ন ধর্মাবলম্বী বন্ধুদের সাথে থাকাকালীন তাদেরকে বলে, আমি তোদের ধর্মকেই বিশ্বাস করি। জায়েদের সাথে সালাত আদায় করি ওকে খুশি করার জন্য। তবে সে এটাও ভাবে যে, এজন্য তার কঠোর শাস্তি হতে পারে।
ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই _বলা হয়।
বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল কর।
| বাম পাশ | ডান পাশ |
১. শাফাআত একটি ২. ইমান আল্লাহর একটি ৩. মুনাফিকরা নিশ্চয়ই ৪. আল্লাহ তায়ালার ক্ষমা ৫. মৃত্যুর পরবর্তী জীবনকে বলে | পরকাল বড় নিয়ামত বিরাট নিয়ামত অপরিসীম মিথ্যাবাদী |
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?