ফয়েজ সাহেব একটি স্কুলের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক। ক্লাস চলাকালীন সময়ে আজীজ নামে এক ছাত্র প্রশ্ন করে, "স্যার, যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছে?” জনাব ফয়েজ সাহেব বলেন, ১৯৫৪ সালে জাতি যখন একটি ক্লান্তিকর মুহূর্ত অতিক্রম করছিল তখন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালিদের অধিকার প্রতিষ্ঠায় যুক্তফ্রন্ট গঠিত হয়। অন্যদিকে, মুসলিম লীগ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের চাহিদা পূরণ করতে পারেনি বিধায় জনগণ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।
ফয়েজ সাহেবের উপস্থাপনায় মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের বিজয়ী হওয়ার বিষয়টি যুক্তিযুক্তভাবে উপস্থাপিত হয়েছে। মুসলিম লীগের পশ্চিম পাকিস্তানের নেতারা পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ শুরু করে। এ বৈষম্যমূলক আচরণই তাদের ভিতকে দুর্বল করে দেয়। এছাড়াও তাদের দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শোষণ, দুর্নীতি ইত্যাদি কারণে যুক্তফ্রন্টের কাছে তাদের পরাজয় নিশ্চিত হয়। কেননা যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচি মানুষের আশার আলোতে পরিণত হয়। তাই গণবিচ্ছিন্ন নেতাকর্মীরা যুক্তফ্রন্টের কর্মীদের প্রচারাভিযানের জোয়ারে ভেসে যায়। আর এভাবেই যুক্তফ্রন্ট বিজয় লাভ করে। অর্থাৎ পূর্ব বাংলার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপটে মুসলিম লীগের পরাজয় এবং যুক্তফ্রন্টের বিজয় ছিল অবশ্যম্ভাবী। সুতরাং বলা যায়, ফয়েজ সাহেবের। উপস্থাপনা যৌক্তিক ছিল।
আপনি কি সপ্তম শ্রেণির “বাংলাদেশ ও বিশ্বপরিচয়” বইয়ের সহজ ব্যাখ্যা ও PDF খুঁজছেন? তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন – SATT Academy আপনাকে দিচ্ছে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, কুইজ, ভিডিও, এবং সরকারি PDF একসাথে!
🔗 বাংলাদেশ ও বিশ্বপরিচয় – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড
(অনলাইনে পড়ুন বা অফলাইনে সংরক্ষণ করুন)
SATT Academy–তে পড়ুন, অনুশীলন করুন, নিজেকে তৈরি করুন – সময় উপযোগী বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিক্ষা দিয়ে।
🎓 SATT Academy – শেখার নতুন পথ, ডিজিটাল বাংলাদেশে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?