উদ্দীপকে উল্লিখিত 'B' এবং 'C' চিহ্নিত মুরগি পালন পদ্ধতি দুটি হলো যথাক্রমে মুরগির অর্ধমুক্ত এবং মেঝেতে পালন (আবদ্ধ) পদ্ধতি। বাণিজ্যিকভাবে মুরগি পালনের ক্ষেত্রে মেঝেতে পালন পদ্ধতি উপযোগী। এ পদ্ধতিতে ঘরের মেঝেতে বিচালি, কাঠের গুঁড়া, ধানের ও গমের তুষ ইত্যাদি দিয়ে বিছানা তৈরি করা হয়। মুরগির এই বিছানাকে ইংরেজিতে লিটার বলে। বাণিজ্যিকভাবে মুরগি পালনের জন্য এটি সবচেয়ে আধুনিক ও উন্নত পদ্ধতি। এই পদ্ধতিতে একসঙ্গে কয়েক হাজার মুরগি পালন করা যায়। এই পদ্ধতিতে প্রতিদিন ঘর পরিষ্কার করতে হয় না। লিটার মুরগির বিষ্ঠার সাথে মূত্র শুষে নেয়, ফলে মুরগির ঘর শুকনো ও দুর্গন্ধমুক্ত থাকে। মুরগি স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারে এবং ডিম ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। প্রতি ব্যাচ মুরগি পালন শেষে লিটার সামগ্রী পরিবর্তন করা যায় বলে, সার্বক্ষণিক স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে। লিটার জৈব সার ও মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বায়োগ্যাস তৈরিতেও এই লিটার ব্যবহার করা হয়।
উপরের আলোচনা হতে বলা যায় যে, বাণিজ্যিক ভিত্তিতে মুরগি পালনের ক্ষেত্রে উদ্দীপকের 'C' চিহ্নিত পালন পদ্ধতি অর্থাৎ মেঝেতে পালন সবচেয়ে বেশি উপযোগী এবং অর্থনৈতিক দিক দিয়ে লাভজনক।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?