Academy

সদ্য বিবাহিত মনির সাহেব নতুন বাসায় উঠলে পাশের বাসার হাশেম সাহেব বললেন, "এ ঘরে ভূত আছে, রাতে নানান রকম শব্দ হয়, আপনি এ বাসায় কীভাবে থাকবেন?" এসব শুনে তিনি ভয় পেয়ে যান। রাতে ঘুমাতে গিয়ে হাশেম সাহেবের কথার সত্যতা মিলে। পরদিন কারণ অনুসন্ধান করতে গিয়ে জানতে পারেন ওপরের তলায় নানা বয়সী তিনটি বাচ্চা গভীর রাত পর্যন্ত খেলাধুলায় ব্যস্ত থাকে। এ শব্দগুলিকেই সবাই ভূত মনে করে ভয় পেত।

"মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয়"-ব্যাখ্যা কর। (অনুধাবন)

Created: 3 months ago | Updated: 3 months ago
Updated: 3 months ago
Ans :

পরাশর 'ডাক্তার নগেনকে আগে থেকে চিনতেন বলেই তিনি বিশ্বাস করলেন যে, নগেন মিথ্যে বানোয়াট গল্প শোনানোর ছেলে নয়।

পরাশর ডাক্তার দুই মাস আগে নগেনের মামার শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে নগেনকে দেখেন। তখন নগেন হাসিখুশি মোটাসোটা তেল চকচকে ছিল। কিন্তু বর্তমানে তার অবস্থা খুব কাহিল। চামড়া পর্যন্ত শুকিয়ে গেছে, মুখে হাসির চিহ্নটুকুও নেই। চাউনি উদ্‌ভ্রান্ত, কথা বলার ভঙ্গিও খাপছাড়া। তাই নগেন যখন চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনি পরাশর ডাক্তারকে শোনায় তখন ডাক্তার চিন্তা করেন কিছু একটা অবশ্যই ঘটেছে। কারণ তিনি বিশ্বাস করেন নগেন মিথ্যে বানোয়াট গল্প শোনানোর ছেলে নয়।

3 months ago

সাহিত্য কনিকা

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View More

অশরীরী শক্তির প্রতি অন্ধবিশ্বাসের কারণে পরাশর ডাক্তার নগেনকে ভর্ৎসনা করলেন।

'তৈলচিত্রের ভূত' গল্পে নগেন ভূত-প্রেতে বিশ্বাস করে। মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয় এরকম বিশ্বাস সমাজে প্রচলিত আছে বলেই নগেন বৈদ্যুতিক শককে ভূতের কাজ বলে বিশ্বাস করেছে। পরাশর ডাক্তার নগেনের কাছে ঘটনাটি শুনে বিজ্ঞানসম্মত যুক্তিতর্কের আশ্রয়ে সমাধানের জন্য ভাবতে থাকলেন। শেষে দেখলেন যে, তৈলচিত্রটি রুপার ফ্রেমে আটকানো এবং তাতে বিদ্যুৎ সংযোগ রয়েছে বলে এরূপ ঘটেছে। বিষয়টি তিনি নগেনকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। নগেন বুঝতে পারল এবং তার ভূতে বিশ্বাস থাকল না। নগেরে এ ধরনের বিশ্বাস ও বোকামির জন্য তাকে পরাশর ডাক্তার ভর্ৎসনা করলেন।

উদ্দীপকের সাহানা এবং 'তৈলচিত্রের ভূত' গল্পের নগেন উভয়ের মধ্যে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের দিক থেকে সাদৃশ্য রয়েছে।

মানুষ শিক্ষা ও সচেতনতার অভাবে বিজ্ঞানসম্মত বিচার-বিশ্লেষণ করতে পারে না। তারা বংশপরম্পরায় অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে সহজে গ্রহণ করে থাকে।

'তৈলচিত্রের ভূত' গল্পের নগেন মামার তৈলচিত্রকে ভূত বলে ভেবেছে। পরে তার ভুল ভেঙেছে। সেটি যে বিদ্যুতের শক তাসে বুঝেছে পরাশর ডাক্তারের কথায়। অন্যদিকে উদ্দীপকে সাহানা মাঠে হঠাৎ এক প্রকার আলো জ্বলে উঠে সামনের দিকে এগিয়ে যেতে দেখে এবং মামার কথামতো বিশ্বাস করে সে আলো হচ্ছে ভূতের আলো। উদ্দীপকের সঙ্গে গল্পের বিশেষ মিলটি হলো সাহানা ও নগেন উভয়েরই ভূতে বিশ্বাস রয়েছে। ভূতের কথা মনে করে তারা উভয়েই আঁতকে উঠেছে। তারা কেউই বিজ্ঞানসম্মত চিন্তা করেনি।

হ্যাঁ, রফিক সাহেব আর 'তৈলচিত্রের ভূত' গল্পের পরাশর ডাক্তার উভয়কে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায়।

অনেক আগে মানুষ অজ্ঞতার অন্ধকারে বসবাস করত! অনেক কিছুকেই না বুঝে ভূত বলে মনে করত। ভূতে বিশ্বাস এখন আর মানুষের নেই। এক্ষেত্রে বিজ্ঞানের অবদান সবচেয়ে বেশি।

উদ্দীপকে রফিক সাহেব তার ভাগনি সাহানাকে নিয়ে গ্রামে বেড়াতে যান। সেখানে সাহানা রাতের বেলা খোলা মাঠে হঠাৎ আগুন জ্বলে উঠে সামনের দিকে এগিয়ে যেতে দেখে। বিষয়টি নতুন বলে সাহানা ভয় পেয়ে যায়। মামা বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে, সেটি ভূতের কাজ নয়। মাটির একপ্রকার গ্যাস যা বাতাসের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। 'তৈলচিত্রের ভূত' গল্পে নগেন তার মামার প্রতি শ্রদ্ধা জানাতে তৈলচিত্রের ওপর হাত রাখতে গিয়ে বিদ্যুতের শককে ভূত ভেবে ভয় পায়। পরাশর ডাক্তার বিজ্ঞানসম্মত যুক্তিতর্কের মানুষ বলে শেষে বুঝতে পারলেন যে, তৈলচিত্রটি রূপার ফ্রেমে আটকানো এবং তাতে বিদ্যুৎ সংযোগ রয়েছে বলে এরূপ ঘটেছে। বিষয়টি তিনি নগেনকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। নগেন বুঝতে পারল এবং তার ভূতে বিশ্বাস দূর হলো।

রফিক সাহেব ও পরাশর ডাক্তার ব্যাখ্যা দিয়ে সাহানা ও নগেনকে বোঝাতে সক্ষম হন যে ভূত বলে কিছুই নেই। তাদের ব্যাখ্যা-বিশ্লেষণ থেকে বোঝা যায় উভয়েই আধুনিক মানসিকতার অধিকারী।

উদ্দীপকের হাশেম সাহেবের সঙ্গে 'তৈলচিত্রের ভূত' গল্পের নগেন চরিত্রের সাদৃশ্য রয়েছে।

শিক্ষা ও সচেতনতার অভাবে মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। সমাজে প্রচলিত বিভিন্ন বিষয়ের প্রতি তাদের অহেতুক বিশ্বাস লক্ষ করা যায়। এমনই একটি বিশ্বাস হচ্ছে ভূত-প্রেতে বিশ্বাস। প্রকৃতপক্ষে পৃথিবীতে ভূত-প্রেত বলে কিছু নেই।

উদ্দীপকে হাশেম সাহেবের ভূতে বিশ্বাস ও ভূতের ভয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে হাশেম সাহেব তার প্রতিবেশী মনির সাহেবকে ভূক্ত সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলেছেন- 'এ ঘরে ভূত আছে, রাতে নানান রকম শব্দ হয়, আপনি এ বাসায় কীভাবে থাকবেন?' উদ্দীপকের হাশেম সাহেবের এ বিশ্বাস 'তৈলচিত্রের ভূত' গল্পের নগেনের ভূতে বিশ্বাসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ গল্পে নগেনও মামার তৈলচিত্রে হাত দিয়ে স্পর্শ করতে গিয়ে ধাক্কা খেয়ে তা ভূতের কারসাজি মনে করেছে। নগেন শিক্ষিত হলেও সমাজের প্রচলিত বিশ্বাস ও ধারণার কারণে এ বিষয়ে সচেতন নয়। অনুরূপভাবে হাশেম সাহেব শহরের বাসায় থাকলেও কুসংস্কারে বিশ্বাসী। এ দিক থেকে উদ্দীপকের হাশেম সাহেব 'তৈলচিত্রের ভূত' গল্পের নগেনের সাদৃশ্যপূর্ণ চরিত্র।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...