শোন একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি- প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি
বাংলাদেশ, আমার বাংলাদেশ।
"উদ্দীপকে 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' প্রবন্ধের অনেক বিষয় অপ্রকাশিত রয়েছে।"- উক্তিটি যথার্থ।
১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালি জাতিকে বিভিন্নভাবে শোষণ করতে থাকে। বাঙালিরা বিভিন্ন সময়ে এই শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছে। পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি ছিনিয়ে আনে বাংলার স্বাধীনতা।
উদ্দীপকে বাঙালি জাতির মুক্তির জন্য শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের আহ্বানের দিকটি উপস্থাপিত হয়েছে। বাংলার মানুষ সেই ডাকে সাড়া দিয়ে ছিনিয়ে আনে দেশের স্বাধীনতা। 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' প্রবন্ধেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক প্রকাশ পেয়েছে। ১৯৭১ সালের ৭ই মার্চের সেই ভাষণের আহ্বানে সাড়া দিয়ে বাংলার লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং ছিনিয়ে আনে বাংলাদেশের স্বাধীনতা। এছাড়াও প্রবন্ধে পাকিস্তানি শাসকদের শোষণ, বৈষম্য, বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করা, বিভিন্ন ধারাবাহিক আন্দোলনের কথা প্রবন্ধে রয়েছে যা উদ্দীপকে অনুপস্থিত।
'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' প্রবন্ধে শেখ মুজিবুর রহমান তাঁর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন, এ বিষয়টি উদ্দীপকেও প্রকাশ পেয়েছে। তবে রচনায় এমন অনেক বিষয় ও ভাব উঠে এসেছে যা উদ্দীপকে অপ্রকাশিত রয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?