মুনিরার স্বাভাবিক খরচ বাদ দিয়েও বছর শেষে ৪০ হাজার টাকা নগদ এবং ৬০ হাজার টাকার বাজারমূল্যের ১০ তোলা সোনা রয়েছে। অপরদিকে, মিসির সাহেব হজের কর্মসূচি পালন করতে গিয়ে ভুলবশত দুটি পাহাড়ের মাঝে যে সাতবার অতিক্রম করতে হয়, তা করেননি। হজের মুয়াল্লিম সাহেব বললেন, হজে অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে গেলে তা সংশোধনেরও সুনির্দিষ্ট উপায় আছে।
মিসির সাহেব হজের ওয়াজিব বিধান বাদ দিয়েছেন। কেননা হজে সাঈ করা ওয়াজিব। হজে কোনো ওয়াজিব বাদ পড়লে দম দিতে হয়। মুয়াল্লিম সাহেব তাকে সংশোধনের জন্য 'দম' দেওয়ার নির্দেশ করতে পারেন।
যেমন- মাথা মুণ্ডনের পূর্বে শয়তানকে কংকর নিক্ষেপ করা। আর দম হচ্ছে একটি ছাগল, ভেড়া বা দুম্বা কুরবানি করা। উট, গরু বা মহিষের এক-সপ্তমাংশও এর স্থলাভিষিক্ত হতে পারে। সাধারণভাবে ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো বা হারাম শরিফ এলাকায় নিষিদ্ধ কোনো কাজ করলে প্রতিদানস্বরূপ 'দম' বা কুরবানি করতে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে সাদাকা দিতে হয়। হজের ওয়াজিব পালনে ধারাবাহিকতার ব্যতিক্রম ঘটলে কিংবা অনিচ্ছাকৃত ত্রুটি-বিচ্যুতি ঘটলে 'দম' ওয়াজিব হয়। উদ্দীপকের মিসির সাহেব হজ পালন করতে গিয়ে সাফা-মারওয়া পাহাড়দ্বয়ের মাঝখানে ভুলক্রমে সাতবার সাঈ করেননি।
সুতরাং বলা যায়, যেহেতু মিসির সাহেব ওয়াজিব পালনে অনিচ্ছাকৃত ভুল করেছেন, তাই তা সংশোধনের জন্য দম ওয়াজিব হবে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?