Academy

Created: 4 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago
Ans :

যেসকল কাজ আমরা মেধা ব্যবহার করে সম্পাদন করে থাকি তাদেরকে মেধাশ্রম বলা যায়।

4 months ago

কর্ম ও জীবনমুখী শিক্ষা

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View More

আত্মবিশ্বাসী মানুষের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো 'নিজের প্রতি আস্থা'। নিজের প্রতি আস্থাবান মানুষ ভালো কিছু করতে পারে। নিজের কাজ নিজে করার মধ্য দিয়ে দক্ষতা ও সক্ষমতা অর্জিত হয়। সেই সাথে সম্পাদিত কাজে যদি অন্যের স্বীকৃতি পাওয়া যায় তাহলে নিজের প্রতি আস্থা বৃদ্ধি পায়।

কামরুলের কাজের ক্ষেত্রে সৃজনশীলতার দিকটি লক্ষণীয়। কোনো কাজকে নতুনভাবে নিজের মতো করে তৈরি করা বা উপস্থাপন করাই হলো সৃজনশীলতা। সৃজনশীল মানুষই পারে নতুন কিছু করতে, নতুনভাবে চলতে। মানুষের এই আধুনিক যুগে পদার্পণের পেছনেও সৃজনশীল চিন্তাভাবনা ও নিত্যনতুন আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকের কামরুল আসবাবপত্র তৈরি করেন। তিনি তার শেখা বিভিন্ন বিষয়কে অবলম্বন করে নিজের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে নতুন নতুন ডিজাইনের আসবাবপত্র তৈরি করেন যা তার সৃজনশীলতার পরিচয় বহন করে। তিনি নতুন নতুন কাজের ফরমায়েশ নেন। নতুন ডিজাইনের আসবাবপত্র সকলেই পছন্দ করে। আর কামরুলের নতুন ডিজাইনের আসবাবপত্র তৈরির কারণে প্রায়ই তাকে-ফরমায়েশদাতারা বাহবা দিতেন। তাই বলা যায়, কামরুলের কাজের ক্ষেত্রে সৃজনশীলতার দিকটি লক্ষণীয়।

কাজের ক্ষেত্রে জামিলের পুরস্কার পাওয়ার বিষয়টি তাকে সৃজনশীল ব্যক্তি হিসেবে প্রকাশ করে না। জামিলের কাজ সৃজনশীল নয়।

যারা সৃজনশীল নয় তারা ঝুঁকি নেয় না। তারা চেনা পথে হাঁটে, জানা কাজ করে। অন্যকে অনুকরণ করে। যারা সৃজনশীল নয় তারা সবসময় পুরস্কারের আশায় কাজ করে। পক্ষান্তরে যারা সৃজনশীল তারা সবসময় নতুন কিছু করতে চায়। নিজের পছন্দকে প্রাধান্য দেয়। সৃজনশীল কাজ করেই তারা মজা পায়, তারা কাজ পাওয়া বা কাজ করতে পারাটাই পুরস্কার মনে করে। জামিল কাজ করার ক্ষেত্রে নূরুল ইসলাম সাহেবকে অনুকরণ করেন। কাজের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে নিজে তা সমাধান করতে পারেন না। ফলে তিনি নূরুল ইসলাম সাহেবের শরণাপন্ন হন। তিনি তার কাজের ক্ষেত্রে সৃজনশীল চিন্তাভাবনা করেন না। এতে করে তিনি আসবাবপত্রের নকশায় নতুনত্ব আনতে পারেন না।
নতুন কিছু তৈরি করতে অনেক ঝুঁকি কাজ করে। যেহেতু জামিল একই ধরনের কাজ করে থাকেন সেহেতু তাকে কোনো ঝুঁকির মধ্যে পড়তে হয়নি। এজন্য তিনি অনেকের প্রশংসা পান। তবে নতুনত্ব না থাকায় কাজের ক্ষেত্রে জামিলের পুরস্কার পাওয়ার বিষয়টি তাকে সজনশীল ব্যক্তি হিসেবে প্রকাশ করে না।

5 আত্মবিশ্বাস কী? (জ্ঞানমূলক)

Created: 4 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago

নিজের শক্তিমত্তা, সক্ষমতা ও যোগ্যতা সম্পর্কে দৃঢ় বিশ্বাসই আত্মবিশ্বাস।

6 কায়িক পরিশ্রম কেন প্রয়োজন? (অনুধাবন)

Created: 4 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago

কায়িক পরিশ্রমের মাধ্যমে প্রাচীন মানুষ বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করেছিল। তারা কায়িক শ্রমের মাধ্যমে গুহা খনন করে বসবাস করছে। পরবর্তীতে বসবাসের উপযোগী জায়গা নির্বাচনের পর সেখানে বসতবাড়ি গড়ে তোলার জন্য কায়িক পরিশ্রম করত। এছাড়াও কায়িক শ্রমের মাধ্যমে বিভিন্ন ধরনের খাবার সংগ্রহ করত। এরূপ বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য কায়িক পরিশ্রম প্রয়োজন

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...