যুথি যৌথ পরিবারের একজন দায়িত্বপরায়ণ সদস্য। সে তার পরিবারের সদস্যদের মধ্যে তাদের বয়স ও যোগ্যতা অনুসারে কর্মবণ্টন করে। এতে তার পরিবারের কোনো কাজই অবহেলায় পরে থাকে না। সময় পেলে তিনি নিজেও অন্যান্যদের কাজে সাহায্য করেন।
যুথির পারিবারিক সাফল্যের পিছনে কোন কারণটি অধিক গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
(উচ্চতর দক্ষতা)যুথির পারিবারিক সাফল্যের পিছনে কাজের সুষ্ঠু বণ্টন কারণটি অধিক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
গৃহ ব্যবস্থাপক যদি পরিবারের প্রতিটি সদস্যদের যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব ও কর্তব্য বণ্টন করে দেন তবে তা সবার জন্যই মঙ্গলজনক হবে।
যৌথ পরিবারের সদস্যদের অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। সদস্যদের এরূপ দায়িত্ব-কর্তব্য পালনের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে পরিবারের কোনো সদস্যদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। কেউ আবার তার দায়িত্ব সময়মতো পালন করার ক্ষেত্রে সচেতন নাও থাকতে পারে। আবার কাউকে ক্ষমতার অতিরিক্ত দায়িত্ব অর্পণ করলে সমস্যার সৃষ্টি হতে পারে। এরূপ প্রেক্ষাপটে একজন গৃহ ব্যবস্থাপকের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
আবার শুধু দায়িত্ব বণ্টন করে দিলেই হবে না, সেই সাথে সুষ্ঠু তদারকি এবং সহযোগিতাও প্রয়োজন। যুথি এ কাজগুলোই করে থাকেন অত্যন্ত দায়িত্বশীলতার সাথে। তাই তার পরিবারে সাফল্য অর্জিত হয়। তার পরিবারের এ সাফল্যের মূল কারণ হলো যথাযথ গৃহ ব্যবস্থাপনা। এক্ষেত্রে উপযুক্ত জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা তার কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে।
আপনি কি খুঁজছেন “গার্হস্থ্য বিজ্ঞান নবম-দশম শ্রেণি PDF” অথবা বোর্ড ভিত্তিক Home Science question–answer?
তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন — SATT Academy–তে!
এখানে আপনি পাবেন:
এবং সবকিছুই একদম বিনামূল্যে!
🔗 গার্হস্থ্য বিজ্ঞান – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি বই অনলাইনে পড়া বা ডাউনলোড করতে এই লিংকটি ব্যবহার করুন)
✔️ ১০০% ফ্রি, ক্লাস বা পেইড বাধা নেই
✔️ NCTB অনুসারে সাজানো পাঠ
✔️ ভিডিও, কুইজ, ইমেজ, লাইভ টেস্ট – একসাথে সব
✔️ কমিউনিটি যাচাইকৃত ও আপডেটেড কনটেন্ট
✔️ মোবাইল ও ডেস্কটপ–ফ্রেন্ডলি ডিজাইন
গার্হস্থ্য বিজ্ঞান নবম-দশম শ্রেণি
Home Science SSC Class 9 10 PDF
Garhostho Biggan Class 9 10
NCTB Home Economics Book SSC
SATT Academy Home Science PDF
গার্হস্থ্য বিজ্ঞান প্রশ্ন উত্তর
SSC গার্হস্থ্য বিজ্ঞান অনুশীলন
SATT Academy–এর মাধ্যমে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ভিডিও, ব্যাখ্যা ও PDF সহ গার্হস্থ্য বিজ্ঞান পড়ুন — সহজ, আনন্দদায়ক ও সৃজনশীল উপায়ে।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর জন্য আধুনিক ও সহজ শিক্ষার সঙ্গী।
গৃহে যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু কে?
গৃহে সুষ্ঠু কর্ম-ব্যবস্থা সৃষ্টি করা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
সন্তানদের লেখাপড়ার ব্যাপারে সানজিদা খাতুনের কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর ।
সানজিদা খাতুনের মেহমান আপ্যায়নের বিষয়টি দক্ষ গৃহ ব্যবস্থাপকের গুণাবলির সাথে সামঞ্জস্য কি না – বিশ্লেষণ কর ।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?