এক গভীর চাঁদনী রাতে পাশের গ্রামের বন্ধুর বাড়ি থেকে ফিরছিল নাদিম। বাড়ি ফিরতে একটা ছোট বিল পাড়ি দিতে হয় তাকে। বিলের মাঝখানে এসে দেখতে পায় কিছু দূরে একটি কলাগাছের ঝাড়ে সাদা কাপড় পরে এক নারী বারবার আঁচল নাড়ছে। প্রথমে নাদিম ভয় পেলেও পরে সাহস করে কাছে গিয়ে দেখল একটি শুকনো কলাপাতা চাঁদের আলোয় সাদা দেখাচ্ছে আর বাতাসে তার নড়াচড়া দেখে নারীর আঁচল নাড়ানো মনে হচ্ছে, আঁচল রহস্য উদ্ঘাটন হওয়ায় নাদিম একাই কতক্ষণ হেসে নিল।
"যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা, কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল।"- কথাটি নগেন পরাশর ডাক্তারকে বলেছিল।
নগেন তার মামার কাছে ক্ষমা চাওয়ার জন্য তার মামার তৈলচিত্রের কাছে যায়। কিন্তু তৈলচিত্রে হাত স্পর্শ করার সাথে সাথেই সে বৈদ্যুতিক শক খায়। শক খেয়ে তার মনে হয় কে যেন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। এতে নগেন ভীষণ ভয় পেয়ে যায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?