Academy

10 গ্রাম CaCO3 প্রস্তুত করার লক্ষ্যে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ও 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত করা হলো। বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না।

Created: 11 months ago | Updated: 5 months ago
Updated: 5 months ago
Ans :

এক বা একাধিক কোন মৌল বা যৌগের অণুর সংকেত উল্লেখ করে কিছু চিহ্নের সহায়তায় কোন রাসায়নিক পরিবর্তনের সংক্ষেপে লিখিতরূপকে রাসায়নিক সমীকরণ বলে।

7 months ago

রসায়ন

⚗️ রসায়ন নবম-দশম শ্রেণি | এসএসসি (মাধ্যমিক) | NCTB অনুমোদিত ২০২৫

আপনি কি খুঁজছেন “রসায়ন নবম-দশম শ্রেণির বইয়ের PDF” বা Class 9-10 Chemistry বইয়ের সহজ ব্যাখ্যা ও প্রশ্ন উত্তর?
তাহলে SATT Academy-তে আপনাকে স্বাগত!

এখানে আপনি পাবেন NCTB অনুমোদিত বইয়ের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সঠিক উত্তর, সহজ ভাষায় ব্যাখ্যা, লাইভ টেস্ট, ভিডিও লেকচার, এবং বইয়ের PDF ডাউনলোড সুবিধা — সম্পূর্ণ বিনামূল্যে!


✅ এখানে যা পাবেন:

  • প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও নির্ভুল উত্তর
  • সহজ ভাষায় ব্যাখ্যা ও উদাহরণসহ
  • লাইভ টেস্ট – নিজেকে যাচাই করার জন্য
  • বুকমার্ক ও PDF/ছবি ডাউনলোড সুবিধা
  • ভিডিওসহ শিক্ষামূলক উপকরণ
  • কমিউনিটি-সম্পাদিত ও যাচাইকৃত কনটেন্ট

📥 সরকারি (NCTB) PDF ডাউনলোড লিংক:

🔗 রসায়ন নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে পুরো বইটি অনলাইনে পড়তে বা ডাউনলোড করতে পারবেন)


👨‍👩‍👧‍👦 এর উপকারিতা:

  • শিক্ষার্থীদের জন্য: ঘরে বসে পড়াশোনা ও প্রশ্ন-উত্তর অনুশীলন সহজ
  • শিক্ষকদের জন্য: ক্লাসে শিক্ষাদানে উপযোগী প্রস্তুতকৃত কনটেন্ট
  • অভিভাবকদের জন্য: সন্তানের শিক্ষার গাইড হিসেবে ব্যবহারযোগ্য
  • টিউটর ও প্রাইভেট শিক্ষকদের জন্য: অধ্যায়ভিত্তিক প্রশ্ন ও রিভিশন উপকরণ সহজলভ্য

⚙️ কীভাবে ব্যবহার করবেন:

  • প্রয়োজনীয় অধ্যায় নির্বাচন করুন
  • প্রশ্ন, উত্তর ও সহজ ব্যাখ্যা পড়ুন
  • প্রয়োজন হলে বুকমার্ক করুন বা PDF/ছবি ডাউনলোড করুন
  • লাইভ টেস্টে অংশ নিয়ে নিজেকে যাচাই করুন
  • নিজের মতামত ও ব্যাখ্যা যোগ করে শেখান ও শিখুন

✨ কেন SATT Academy থেকে পড়বেন?

  • ১০০% ফ্রি ও ব্যবহারবান্ধব
  • NCTB অনুমোদিত বইয়ের সঠিক ও সাজানো কনটেন্ট
  • লাইভ টেস্ট, ভিডিও, ইমেজ ও ইন্টার‍্যাক্টিভ ফিচার
  • কমিউনিটি-সম্পাদিত ও যাচাইকৃত কনটেন্ট
  • মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন, যেকোনো সময় পড়তে পারবেন

🔍 সার্চ-সহায়ক কীওয়ার্ড:

  • রসায়ন নবম দশম শ্রেণি
  • এসএসসি রসায়ন বই PDF
  • NCTB রসায়ন নবম দশম
  • রসায়ন প্রশ্ন উত্তর নবম দশম শ্রেণি
  • SSC Chemistry live test
  • SATT Academy রসায়ন নবম দশম

🚀 আজই শুরু করুন!

SATT Academy–এর মাধ্যমে সহজে রসায়ন শিখুন, ভিডিও দেখুন, লাইভ টেস্ট দিন এবং PDF ডাউনলোড করে রিভিশন করুন।
রসায়নে দক্ষতা অর্জন করুন!

⚗️ SATT Academy – আধুনিক ও সহজ শিক্ষার সঙ্গী।

Content added By

Related Question

View More

1 মোল কাকে বলে? (জ্ঞানমূলক)

Created: 11 months ago | Updated: 5 months ago
Updated: 5 months ago

পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তা-ই সংশ্লিষ্ট পদার্থের এক মোল।

যে সংকেত দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের অনুপাত প্রকাশ পায় তাকে ঐ যৌগের স্থূল সংকেত বলে। যেমন-হাইড্রোজেন পারঅক্সাইড যৌগের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত হলো 2 : 2 বা 1 : 1 । অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড যৌগের স্থূল সংকেত হলো HO । আবার যে সংকেত দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ পায় তাকে ঐ যৌগের আণবিক সংকেত বলে। যেমন- হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক সংকেত হলো H2O2

উদ্দীপকের দ্রবণদ্বয় হলো হাইড্রোক্লোরিক এসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষারের দ্রবণ। এ দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে এসিড ও ক্ষারের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড নামক লবণ ও পানি উৎপন্ন হয়। বিক্রিয়ার সমীকরণটি নিম্নরূপ-

HCl + NaOH = NaCl + H2O

NaCl লবণের সংযুতি নির্ণয় :

NaCl এর আপেক্ষিক আণবিক ভর = 23 + 35.5 = 58.5

যৌগটিতে,

সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর = 23

এবং ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর = 35.5

সোডিয়ামের সংযুতি  = 23 58.5×100% =39.32%

এবং ক্লোরিনের সংযুতি = 35.5 58.5×100%=60.68%

দ্রবণে HCI এর পরিমাণ = 4g

HCI এর মোল সংখ্যা =  4 36.5 মোল = 0.1095 মোল [ HCI এর আণবিক ভর = 1 + 35.5 = 36.5]

আবার,

100 mL দ্রবণে HCI দ্রবীভূত আছে = 0.1095 মোল

1000 mL  “    HCI        ”          "     0.1095 ×1000 100 মোল

                                                      = 1.095 মোল

অর্থাৎ HCI দ্রবণের ঘনমাত্রা = 1.095M

দ্রবণে NaOH এর পরিমাণ = 4g

NaOH এর মোল সংখ্যা = 440 মোল = 0.1 মোল [ NaOH এর আণবিক ভর = 23 + 16 + 1 = 40 ]

আবার,

100 mL দ্রবণে NaOH দ্রবীভূত আছে = 0.1 মোল

1000 mL   “    NaOH      ”            "    = 0.1 × 1000100 মোল

                                                            = 1.0 মোল

অর্থাৎ NaOH দ্রবণের ঘনমাত্রা 1.0 M

সুতরাং, উদ্দীপকের দ্রবণ দুটির মোলারিটি সমান নয়।

এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। প্রমাণ তাপমাত্রা ও চাপ অর্থাৎ ০°C তাপমাত্রা এবং । বায়ুমণ্ডলীয় চাপে কোন গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার। একই ভাবে, কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন দ্বারা প্রমাণ তাপমাত্রা ও চাপে । মোল বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার বুঝানো হয়েছে।

উদ্দীপক অনুসারে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছিল। CO₂ এর আণবিক ভর = 12 + (16×2) = 44g

আমরা জানি, মোল সংখ্যা = যৌগের ভর / গ্রাম আণবিক ভর =  4.444 = 0.1

অর্থাৎ বিক্রিয়ায় 0.1 মোল কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছিল।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...