সংক্ষিপ্ত- প্রশ্নোত্তর সমাধান
রিং ও স্টার টপোলজির মধ্যে তুলনা নিচে দেওয়া হলো-
| রিং | স্টার |
| ১. রিং টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে। | ১. স্টার টপোলজিতে সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় হাবের সাথে যুক্ত থাকে। |
| রিং | স্টার |
| ২. রিং টপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে। | ২. স্টার টপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় নির্দিষ্ট দিকে হাবের মধ্য দিয়ে। |
| ৩. এতে কম ক্যাবলের প্রয়োজন হয়। | ৩. এতে বেশী ক্যাবলের প্রয়োজন হয়। |
তোমার বিদ্যালয়ের দশটি কম্পিউটার ও একটি প্রিন্টার ব্যবহারের নেটওয়ার্ক তৈরির জন্য একটি টপোলজি যুক্তিসহ সুপারিশ কর।
রাউটারের কাজ করার পদ্ধতি বর্ণনা কর।
অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা স্থানান্তরের প্রক্রিয়া বর্ণনা কর।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?